ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ১৫৮৪
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হারাম কর্ম হালাল কর্মকে নিষিদ্ধ করতে পারে না।
كتاب النكاح
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لا يحرم الحرام الحلال
তাহকীক:
হাদীস নং: ১৫৮৫
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৫) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে ব্যভিচার করলে তার বিধান সম্পর্কে তিনি বলেন, লোকটি দুইটি নিষেধাজ্ঞা অতিক্রম করে হারাম কর্মে লিপ্ত হয়েছে। তবে এজন্য তার স্ত্রী তার উপর অবৈধ বা হারাম হয়ে যাবে না।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما في رجل غشي أم امرأته قال تخطى حرمتين ولا تحرم عليه امرأته
তাহকীক:
হাদীস নং: ১৫৮৬
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৬) ইমরান ইবন হুসাইন রা. থেকে বর্ণিত। কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে ব্যভিচারের পাপে লিপ্ত হলে তার বিধান সম্পর্কে তিনি বলেন, তার স্ত্রী ও তার শাশুড়ি উভয়েই তার জন্য চিরতরে হারাম হয়ে গিয়েছে।
كتاب النكاح
عن عمران بن حصين رضي الله عنه قال فيمن فجر بأم امرأته حرمتا عليه جميعا
তাহকীক:
হাদীস নং: ১৫৮৭
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৭) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (মৃ. ৯৩ হি.) ও তাবিয়ি হাসান বসরি (মৃ. ১১০ হি.) বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তবে সে তার কন্যাকে এবং তার মাতাকে বিবাহ করতে পারবে না।
كتاب النكاح
عن سعيد بن المسيب والحسن قالا: إذا زنى الرجل بالمرأة فليس له أن يتزوج ابنتها ولا أمها
তাহকীক:
হাদীস নং: ১৫৮৮
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৮) উম্মু হানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে, যদি কেউ কোনো মহিলার গুপ্তাঙ্গের প্রতি দৃষ্টিপাত করে তাহলে উক্ত মহিলার মাতা ও কন্যা উক্ত ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে।
كتاب النكاح
عن أم هانئ رضي الله عنها مرفوعا: من نظر إلى فرج امرأة حرمت عليه أمها وابنتها
তাহকীক:
হাদীস নং: ১৫৮৯
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৯) তাবিয়ি কাতাদাহ (মৃ. ১১৫ হি.) ও তাবিয়ি আবু হাশিম (মৃ. ১২২ হি.) থেকে বর্ণিত, তাঁরা উভয়েই মতপ্রকাশ করেন যে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মাতা বা কন্যাকে চুমু খায় তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে।
كتاب النكاح
عن قتادة وأبي هاشم في الرجل يقبل أم امرأته أو ابنتها قالا حرمت عليه امرأته
তাহকীক: