ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৫৯১
বিবাহ-শাদীর অধ্যায়
অস্থায়ী বিবাহ হারাম
(১৫৯১) আলী রা. বলেন, খাইবারের দিনে রাসূলুল্লাহ (ﷺ) অস্থায়ীভাবে মেয়েদেরকে বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশত ভক্ষণ করতে নিষেধ করেন।
كتاب النكاح
عن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم: نهى عن متعة النساء يوم خيبر وعن أكل لحوم الحمر الإنسية
তাহকীক:
হাদীস নং: ১৫৯২
বিবাহ-শাদীর অধ্যায়
অস্থায়ী বিবাহ হারাম
(১৫৯২) রাবী ইবন সাবরাহ তার পিতা সাবরাহ ইবন মা'বাদ রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি তোমাদেরকে অস্থায়ীভাবে বিবাহের মাধ্যমে নারী-উপভোগের অনুমতি প্রদান করেছিলাম। কিন্তু আল্লাহ তা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন।
كتاب النكاح
عن الربيع بن سبرة عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال: إني قد كنت أذنت لكم في الاستمتاع من النساء وإن الله قد حرم ذلك إلى يوم القيامة
তাহকীক: