ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫৯০
বিবাহ-শাদীর অধ্যায়
স্বাধীন স্ত্রীর বর্তমানে ক্রীতদাসীকে বিবাহ বা তার বিপরীত করা
(১৫৯০) জাবির রা. বলেন, স্বাধীন স্ত্রীর বর্তমানে ক্রীতদাসীকে বিবাহ করা যাবে না। তবে ক্রীতদাসী স্ত্রীর বর্তমানে স্বাধীন মহিলাকে বিবাহ করা যাবে।
كتاب النكاح
عن جابر رضي الله عنه: لا تنكح الأمة على الحرة وتنكح الحرة على الأمة
তাহকীক: