ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৬০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হদ্দ প্রয়োগে সীমালঙ্ঘন
(১৮৬০) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হদ্দ ছাড়া অন্য কোনো শাস্তির ক্ষেত্রে যে শাসক বা বিচারক হদ্দের সমপরিমাণ শাস্তি প্রদান করবে সে সীমালঙ্গনকারী।
كتاب الحدود
عن النعمان بن بشير رضي الله عنه مرفوعا: من بلغ حدا في غير حد فهو من المعتدين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৬১
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হদ্দ প্রয়োগে সীমালঙ্ঘন
(১৮৬১) তাবিয়ি আমির ইবন শারাহীল শা'বি (১০৪ হি.) বলেন, কোনো তা'যীরের পরিমাণ চল্লিশ বেত্রাঘাত পর্যন্ত পৌঁছাতে পারবে না (এর কম হতে হবে) ৷
كتاب الحدود
عن الشعبي قال : لا يبلغ بالتعزير أربعون جلدة
tahqiq

তাহকীক: