ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৮৮
জিহাদ অধ্যায়
খেজুরগাছ কর্তন, অগ্নিসংযোগ ও কামানের গোলা দিয়ে আঘাত করা
(১৮৮৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বুওয়াইরা নামক স্থানে বনু নযীর ইয়াহুদি গোত্রের খেজুরের বাগানে (তাদের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে) অগ্নিসংযোগ করেন এবং তা কর্তন করেন। তখন কুরআনের এই আয়াত নাযিল হয়: 'তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছ এবং যেগুলো কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা আল্লাহরই অনুমতিক্রমে'।**
كتاب الجهاد
عن ابن عمر رضي الله عنهما قال: حرق رسول الله صلى الله عليه وسلم نخل بني النضير وقطع وهي البويرة فنزلت: ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৮৯
জিহাদ অধ্যায়
খেজুরগাছ কর্তন, অগ্নিসংযোগ ও কামানের গোলা দিয়ে আঘাত করা
(১৮৮৯) তাবিয়ি মাকহুল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তায়িফবাসীদের সাথে যুদ্ধের সময় কামান স্থাপন করেছিলেন।
كتاب الجهاد
عن مكحول أن النبي صلى الله عليه وسلم نصب المجانيق على أهل الطائف
tahqiq

তাহকীক: