ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১৮৯০
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯০) সা'ব ইবন জাসসামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে মুশরিকদের সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হয়। রাত্রিকালে তাদের উপর আক্রমণ করা হলে তাদের স্ত্রী ও সন্তানরাও আক্রমণে হতাহত হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তারাও তাদের অন্তর্ভুক্ত।
كتاب الجهاد
عن الصعب بن جثامة رضي الله عنه قال: سئل النبي صلى الله عليه وسلم عن الذراري من المشركين يبيتون فيصيبون من نسائهم وذراريهم فقال: هم منهم. قال الزهري: ثم نهى رسول الله صلى الله عليه وسلم بعد ذلك عن قتل النساء والولدان
তাহকীক:
হাদীস নং: ১৮৯১
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কোনো এক যুদ্ধের মধ্যে একজন মহিলাকে নিহত অবস্থায় দেখা যায়। তখন (যুদ্ধক্ষেত্রে) তিনি নারী ও শিশু হত্যা করতেন নিষেধ করেন।
كتاب الجهاد
عن ابن عمر رضي الله عنهما قال: وجدت امرأة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان
তাহকীক:
হাদীস নং: ১৮৯২
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯২) রাবাহ ইবন রাবী' রা. বলেন, এক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) একজন নিহত মহিলার মৃতদেহ দেখেতে পেয়ে অগ্রগামী বাহিনীর প্রধান খালিদ ইবনুল ওয়ালিদের নিকট দ্রুত দূত পাঠিয়ে বলেন, তুমি খালিদকে বলবে, কখনোই যেন সে (যুদ্ধক্ষেত্রে) কোনো নারী বা (অযোদ্ধা) বেতনভুক্ত কর্মচারী-শ্রমিককে হত্যা না করে।
كتاب الجهاد
عن رباح بن الربيع رضي الله عنه مرفوعا: قل لخالد لا يقتلن امرأة ولا عسيفا
তাহকীক:
হাদীস নং: ১৮৯৩
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯৩) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধের বাহিনী প্রেরণের সময় নির্দেশনার মধ্যে বলতেন, ...এবং তোমরা (যুদ্ধের মধ্যে) কোনো দুর্বল বৃদ্ধকে হত্যা করবে না।
كتاب الجهاد
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: ولا تقتلوا شيخا فانيا
তাহকীক:
হাদীস নং: ১৮৯৪
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো যুদ্ধবাহিনী প্রেরণ করতেন তখন তাদের নির্দেশনার মধ্যে বলতেন, ...এবং তোমরা শিশু-কিশোরদের হত্যা করবে না এবং গীর্জা-মন্দির বা ধর্মীয় উপাসনালয়ের সাথে সম্পৃক্ত উপাসক, পূজারি বা খাদেমদের হত্যা করবে না ।
كتاب الجهاد
عن ابن عباس رضي الله عنه مرفوعا: ولا تقتلوا الولدان ولا أصحاب الصوامع
তাহকীক: