ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১২. জিহাদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৮৯৭
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৮৯৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমগণের নিরাপত্তা ও আশ্রয়দান একই পর্যায়ের। মুসলিমদের মধ্য থেকে সবচেয়ে নিম্নমানের অতিসাধারণ ব্যক্তিও যে কাউকে নিরাপত্তা প্রদান করতে পারবে (নারী, পুরুষ, ছোট, বড়, স্বাধীন, ক্রীতদাস নির্বিশেষে যে কোনো মুসলিম কোনো অমুসলিম বা বিদেশীকে নিরাপত্তা প্রদান করলে তা যথাযথ মর্যাদার সাথে রক্ষা করা রাষ্ট্র ও সকল মুসলিমের দায়িত্ব)।
كتاب الجهاد
عن علي رضي الله عنه مرفوعا: ذمة المسلمين واحدة يسعى بها أدناهم
তাহকীক:
হাদীস নং: ১৮৯৮
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৮৯৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ...মুসলিম সমাজের সবচেয়ে দূরবর্তী ব্যক্তিও মুসলিম রাষ্ট্রের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা প্রদান করতে পারবেন।
كتاب الجهاد
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: ...ويجير عليهم أقصاهم
তাহকীক:
হাদীস নং: ১৮৯৯
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৮৯৯) উম্মু হানি রা. বলেন, (আমি মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, আমার ভাই আলী বলছেন যে, তিনি অমুক কাফিরকে হত্যা করবেন, অথচ আমি লোকটিকে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছি । তখন) রাসূলুল্লাহ আমাকে বলেন, হে উম্মু হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমরাও তাকে নিরাপত্তা দিলাম।
كتاب الجهاد
عن أم هاني بنت أبي طالب رضي الله عنها مرفوعا: قد أجرنا من اجرت
তাহকীক:
হাদীস নং: ১৯০০
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৯০০) উমার রা. বলেন, মুসলিম ক্রীতদাস মুসলিম সমাজের অন্তর্ভুক্ত। তার প্রদত্ত নিরাপত্তা ও আশ্রয় মুসলিম সমাজের প্রদত্ত নিরাপত্তা বলে গণ্য ।
كتاب الجهاد
عن عمر رضي الله عنه موقوفا: إنّ العبد المسلم من المسلمين وأمانه أمانهم
তাহকীক: