ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৫৪
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শর্তের এখতিয়ার
(২০৫৪) ইবন উমার রা. বলেন, হাব্বান ইবন মুনকিয রা. একজন দুর্বল মানুষ ছিলেন । তিনি তার মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন যা তার মস্তিষ্ক আহত করেছিল। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) তিনি যা কিছু ক্রয় করবেন সে বিষয়ে তার জন্য তিন দিনের স্বাধীনতা দিয়েছিলেন (তাকে নির্দেশ দিয়েছিলেন, তুমি যা কিছু ক্রয় করবে সে সময়ে বিক্রেতার শর্ত করবে যে, তিন দিনের মধ্যে ক্রয়চুক্তি বাতিল করে দ্রব্য ফেরত দিতে পারব)
كتاب البيوع
عن ابن عمر رضي الله عنهما قال: كان حبان بن منقذ رضي الله عنه رجلًا ضعيفا وكان قد سفع في رأسه مأمومة فجعل له رسول الله صلى الله عليه وسلم الخيار ثلاثة أيام فيما اشترى (ثلاثا)... الحديث.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৫৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শর্তের এখতিয়ার
(২০৫৫) ইবন উমার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বাধীনতা (option/choice) তিনদিন।
كتاب البيوع
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الخيار ثلاثة أيام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৫৬
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শর্তের এখতিয়ার
(২০৫৬) আনাস রা. বলেন একব্যক্তি অন্য ব্যক্তি থেকে একটি উট ক্রয় করে এবং যাচাই-বাছাইয়ের জন্য চার দিনের শর্ত করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বিক্রয়চুক্তিটি বাতিল করে দেন এবং বলেন, স্বাধীনতা বা যাচাইয়ের সুযোগ ( option / choice) তিন দিন।
كتاب البيوع
عن أنس رضي الله عنه أن رجلا اشترى من رجل بعيرا واشترط عليه الخيارأربعة أيام فأبطل رسول الله صلى الله عليه وسلم البيع وقال: الخيار ثلاثة أيام.
tahqiq

তাহকীক: