ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২০৫৭
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
দর্শনের এখতিয়ার বা দেখার পরে ফেরত দেওয়ার অধিকার
(২০৫৭) তাবিয়ি আলকামা ইবন ওয়াক্কাস লাইসি বলেন, তালহা ইবন উবাইদুল্লাহ রা. উসমান ইবন আফফান রা. থেকে কিছু সম্পদ ক্রয় করেন। উসমান রা.কে বলা হয় যে, এই বিক্রয়ে আপনি ঠকেছেন। তখন তিনি বলেন, এখানে আমার এখতিয়ার বা বিক্রয় বাতিলের স্বাধীনতা আছে; কারণ আমি না দেখেই তা বিক্রয় করেছি। তালহা বলেন, এখতিয়ার তো আমার জন্য, কারণ আমি না দেখে তা ক্রয় করেছি। তখন তারা তাদের বিরোধ নিষ্পত্তি করতে তাদের মধ্যে জুবাইর ইবন মুতয়িম রা.কে বিচারক নিয়োগ করেন। তিনি ফয়সালা দেন যে, ক্রেতা তালহা রা.ই এখতিয়ার বা ক্রয়চুক্তি বাতিলের অধিকার লাভ করবেন, বিক্রেতা উসমান রা.র কোনো এখতিয়ার নেই।
كتاب البيوع
عن علقمة بن وقاص الليثي قال: إشترى طلحة بن عبيد الله من عثمان بن عفان مالا فقيل لعثمان: إنك قد غبنت فقال عثمان: لي الخيار لأني بعث ما لم أر فقال طلحة: إلي الخيار لأني اشتريت ما لم أر فحكما بينهما جبير بن مطعم فقضى أن الخيار لطلحة ولا خيار لعثمان.
তাহকীক:
হাদীস নং: ২০৫৮
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
দর্শনের এখতিয়ার বা দেখার পরে ফেরত দেওয়ার অধিকার
(২০৫৮) দ্বিতীয় হিজরি শতাব্দীর তাবিয়ি মাকহুল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ না দেখে কোনো কিছু ক্রয় করে তবে দেখার পরে তার এখতিয়ার বা অধিকার থাকবে, সে ইচ্ছা করলে পণ্যটি গ্রহণ করবে এবং ইচ্ছা করলে তা ফেরত দেবে।
كتاب البيوع
عن مكحول مرفوعا: من اشترى شيئا لم يره فهو بالخيار إذا رآه إن شاء أخذه وإن شاء تركه
তাহকীক: