ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৬০
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বাজারে আসার পথে ক্রয়ের ক্ষেত্রে বিক্রয় বাতিলের অধিকার রাখা মুসতাহাব
(২০৬০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (গ্রাম বা শহরতলী থেকে বাজারে বিক্রয়ের জন্য) আগত পণ্য পথিমধ্যে ক্রয় করবে না । যদি কেউ এভাবে আগত দ্রব্য পথিমধ্যে ক্রয় করে, এরপর পণ্যের মালিক বাজারে আগমন করে তবে তার (উক্ত বিক্রয় বাতিল করার বা রেখে দেওয়ার) এখতিয়ার বা অধিকার থাকবে।
كتاب البيوع
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تلقوا الجلب فمن تلقاه فاشترى منه فإذا أتى سيده السوق فهو بالخيار.
tahqiq

তাহকীক: