ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২০৬১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
সুদের নিন্দা এবং সুদের কারণে যারা অভিশপ্ত তাদের বিবরণ
(২০৬১) জাবির রা. বলেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদ লিপিবদ্ধকারী এবং সুদের সাক্ষীদ্বয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ প্রদান করেছেন এবং তিনি বলেছেন, তারা সকলেই সমান।
كتاب البيوع
عن جابر رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال: هم سواء.
তাহকীক:
হাদীস নং: ২০৬২
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
সুদের নিন্দা এবং সুদের কারণে যারা অভিশপ্ত তাদের বিবরণ
(২০৬২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সুদ ৭৩ প্রকারের, সবচেয়ে সহজ প্রকারের সুদের পাপের তুলনা হল যে, কোনো মানুষ তার মাতাকে বিবাহ করবে, আর সবচেয়ে কঠিন সুদ মুসলিমের সম্মান নষ্ট করা।
كتاب البيوع
عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الربا ثلاثة وسبعون بابا أيسرها مثل أن ينكح الرجل أمه وإن أربى الربا عرض الرجل المسلم.
তাহকীক: