ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৮২
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
অগ্রিম ক্রীত পণ্যের বদলে অন্য পণ্য গ্রহণের নিষেধাজ্ঞা
(২০৮২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো কিছু অগ্রিম ক্রয় করে, তবে সে যেন সেই ক্রয়চুক্তি অন্য দ্রব্যে স্থানান্তরিত না করে।
كتاب البيوع
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: من أسلف في شيء فلا يصرفه إلى غيره... فلا يأخذ إلا ما أسلم فيه أو رأس ماله.
tahqiq

তাহকীক: