ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২০৯৬
 বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারক নিয়োগ না করার নিন্দা
(২০৯৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্র না হোক সেই জাতি, যে জাতির মধ্যে দুর্বল ব্যক্তি অত্যাচার ও কষ্টের মধ্য দিয়ে ছাড়া নিজের অধিকার লাভ করতে পারে না।
كتاب القضاء
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا قدست أمة لا يغطى الضعيف فيها حقه غير متعتع

তাহকীক:
হাদীস নং: ২০৯৭
 বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারক নিয়োগ না করার নিন্দা
(২০৯৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ পবিত্র না করুন সেই জাতিকে যে জাতি সবল থেকে দুর্বলের অধিকার আদায় না করে।
كتاب القضاء
عن عائشة رضي الله عنها مرفوعا: لا يقدس الله أمة لا تأخذ لضعيفها من شديدها

তাহকীক: