ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২১১৩
 বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
যালিম শাসকের অধীনে বিচারকের দায়িত্ব গ্রহণ
(২১১৩) তাবিয়ি আবু ইসহাক সুবাইয়ি বলেন, সাহাবি আবু মুসা আশআরি রা.র পুত্র তাবিয়ি আবু বুরদা (১০৪ হি.) কুফার বিচারকের পদে কর্মরত ছিলেন । হাজ্জাজ ইবন ইউসুফ তাকে দায়িত্ব থেকে অপসারিত করে তার ভাই (আবু বাকর আমর ইবন আবু মুসা আশআরি)-কে তার স্থলে বিচারক পদে নিয়োগ দান করেন।
كتاب القضاء
عن أبي إسحاق قال: كان أبو بردة على قضاء الكوفة فعزله الحجاج وجعل أخاه مكانه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যা