ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৬০
স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
এক পড়শি আরেক পড়শিকে তার দেওয়ালে কাঠ পুঁততে নিষেধ করবেন না
(২১৬০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো পড়শি তার পড়শিকে তার দেওয়ালে কাঠ লাগাতে বা পুঁততে নিষেধ করবে না।
كتاب الإقرار والصلح
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يمنع جار جاره أن يغرز خشبه في جداره