ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২১৬১
স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
কারো সম্পদ তার বিনা অনুমতিতে গ্রহণ করা কারো জন্যই বৈধ নয়
(২১৬১) আবু হুমাইদ সায়িদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মানুষের জন্য বৈধ নয় যে, সে তার ভাইয়ের একটি লাঠি আনন্দিত চিত্তে প্রদান করা ছাড়া গ্রহণ করবে।
كتاب الإقرار والصلح
عن أبي حميد الساعدي رضي الله عنه مرفوعا: لا يحل لامرئ أن يأخذ عصا أخيه بغير طيب نفس منه
তাহকীক: