ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৭১
হেবা তথা অনুদান প্রসঙ্গ
একে অপরকে হাদিয়া বা উপহার প্রদানের নির্দেশ
(২১৭১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পরস্পরে উপহার বিনিময় করবে, এতে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠিত হবে।
كتاب الهبة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال: تهادوا تحابوا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২১৭২
হেবা তথা অনুদান প্রসঙ্গ
একে অপরকে হাদিয়া বা উপহার প্রদানের নির্দেশ
(২১৭২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে মুসলিম রমণীগণ, কোনো প্রতিবেশীনী যেন তার প্রতিবেশীনীকে উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো কিছুকেই তুচ্ছ জ্ঞান না করে, এমনকি একটি ছাগির খুর হলেও।
كتاب الهبة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة.
হাদীস নং: ২১৭৩
হেবা তথা অনুদান প্রসঙ্গ
একে অপরকে হাদিয়া বা উপহার প্রদানের নির্দেশ
(২১৭৩) আসমা বিনতু আবু বাকর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে আমার আম্মা মুশরিক থাকা অবস্থায় আমার নিকট আগমন করেন। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করি, আমি তার সেবাযত্ন ও খাতির করব কি না? তখন তিনি বলেন, হ্যাঁ, তুমি তোমার আম্মার খতির-যত্ন করো।
كتاب الهبة
عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت: قدمت عليّ أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلّم... قال: نعم صلي أمك
tahqiq

তাহকীক: