ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৭৪
হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদিয়া উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়া
(২১৭৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাদিয়া গ্রহণ করতেন এবং হাদিয়ার জন্য (হাদিয়া প্রদানকারীকে) প্রতিদান প্রদান করতেন।
كتاب الهبة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهدية ويثيب عليها.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২১৭৫
হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদিয়া উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়া
(২১৭৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কাউকে চাওয়া ব্যতিরেকেই কোনো সম্পদ প্রদান করা হয়, তবে সে যেন তা গ্রহণ করে; কারণ তা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রিযিক মাত্র।
كتاب الهبة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أعطي مالا من غير مسألة فليقبله فإنما هو رزق رزقه الله عز وجل.
tahqiq

তাহকীক: