ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৪৯
জবাইয়ের নিয়মাবলি
আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করার নিন্দা
(২২৪৯) আলী রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, আল্লাহ অভিশপ্ত করুন সেই ব্যক্তিকে, যে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করে।
كتاب الذبائح
عن علي رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لعن الله من ذبح لغير الله
tahqiq

তাহকীক: