ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৭২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কারো জন্য দাঁড়ানো
(২৩৭২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে তাঁর আকৃতি, প্রকৃতি, স্বভাব, আচরণ, উঠা ও বসায় তাঁর কন্যা ফাতিমার চেয়ে বেশী মিল সম্পন্ন আর কাউকে দেখি নি। তিনি বলেন, যখন ফাতিমা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করতেন তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে তার দিকে এগিয়ে যেতেন, তাকে চুম্বন করতেন এবং তাকে তাঁর নিজের বসার স্থানে বসাতেন। আর যখন রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা রা.র নিকট গমন করতেন তখন ফাতিমা তার বসার স্থান থেকে দাঁড়িয়ে তাঁকে চুম্বন করতেন এবং তাঁকে তার বসার স্থানে বসাতেন ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عائشة رضي الله عنها قالت: ما رأيت أحدا أشبه سمتا ودلا وهديا برسول الله صلى الله عليه وسلم في قيامها وقعودها من فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم قالت: وكانت إذا دخلت على النّبي صلى الله عليه وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه وكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها قامت من مجلسها فقبلته واجلسته في مجلسها.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৭৩
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কারো জন্য দাঁড়ানো
(২৩৭৩) তাবি’-তাবিয়ি মুহাম্মাদ ইবন হিলাল তার পিতা তাবিয়ি হিলাল ইবন আবু হিলাল থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) (আমাদের মজলিস থেকে) বের হতেন তখন তিনি তাঁর বাড়িতে প্রবেশ করা পর্যন্ত আমরা দাঁড়াতাম।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن محمد بن هلال عن أبيه: أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج قمنا له حتى يدخل بيته.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৭৪
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কারো জন্য দাঁড়ানো
(২৩৭৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, বনু কুরাইযার ইয়াহুদিগণ যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে এই শর্তে যে, সা'দ ইবন মুআয রা. তাদের বিষয়ে যে ফয়সালা দিবেন তারা তাই মেনে নিবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) সা'দকে ডেকে পাঠালেন। সা'দ একটি গাধায় চড়ে তথায় আগমন করেন। যখন তিনি মসজিদের নিকটবর্তী হলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) আনসারি সাহাবিগণকে বললেন, তোমাদের নেতা বা তোমাদের মধ্যকার সর্বোত্তম মানুষটির প্রতি দাঁড়াও (উঠে দাঁড়িয়ে তাঁর দিকে এগিয়ে যাও)।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي سعيد الخدري رضي الله عنه: نزل أهل قريظة على حكم سعد بن معاذ فأرسل النبي صلى الله عليه وسلم إلى سعد فأتى على حمار فلما دنا من المسجد قال للأنصار: قوموا إلى سيدكم أو خيركم.
tahqiq

তাহকীক: