ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৩৭৫
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কোন প্রকার দাঁড়ানো নিষিদ্ধ
(২৩৭৫) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ পছন্দ করে যে, তার জন্য মানুষের দণ্ডায়মান হোক, তবে তাকে জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নিতে হবে।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن معاوية رضي الله عنه مرفوعا: من أحب أن يتمثل له الرجال قياما فليتبوأ مقعده من النار.
তাহকীক:
হাদীস নং: ২৩৭৬
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কোন প্রকার দাঁড়ানো নিষিদ্ধ
(২৩৭৬) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ () একটি লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে আসলেন। তখন আমরা তাঁর দিকে উঠে দাঁড়ালাম। তখন তিনি বললেন, অনারবগণ যেভাবে দাঁড়িয়ে একে অপরকে সম্মান করে তোমরা সেভাবে দাঁড়াবে না।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي أمامة رضي الله عنه قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم متوكئا على عصا فقمنا إليه فقال: لا تقوموا كما تقوم الأعاجم يعظم بعضها بعضا.
তাহকীক: