ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৬. অনাবাদী জমি আবাদ করা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪২৩
অনাবাদী জমি আবাদ করা
রাষ্ট্রের পক্ষ থেকে ভূমির মালিকানা প্রদান
(২৪২৩) আলকামা ইবন ওয়াইল তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে হাদরামাউতে কিছু জমি দান করেন।
كتاب إحياء الموات
عن علقمة بن وائل عن أبيه أن النبي صلى الله عليه وسلم أقطعه أرضا بحضرموت.
tahqiq

তাহকীক: