ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৬. অনাবাদী জমি আবাদ করা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৪২৪
অনাবাদী জমি আবাদ করা
সংরক্ষিত ভূমি
(২৪২৪) ইবন আব্বাস রা. বলেন, সা'ব ইবন জাসসামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ এবং তাঁর রাসূল ছাড়া অন্য কারো কোনো ভূমি সংরক্ষণের অধিকার নেই ।
كتاب إحياء الموات
عن ابن عباس رضي الله عنهما: أن الصعب بن جثامة رضي الله عنه قال: إنّ رسول الله صلى الله عليه وسلم قال: لا حمى إلا لله ولرسوله وقال: بلغنا أن النبي صلى الله عليه وسلم حمى النقيع وأن عمر حمى السرف والربذة.
তাহকীক: