ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৩৭
হালাল-হারাম পানীয়
নাবীয** অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৩৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কিশমিশ, খুরমা খেজুর, কাঁচা খেজুর ও গাছ পাকা খেজুর থেকে নিষেধ করেছেন (অর্থাৎ এ সকল ফল পানিতে ভিজিয়ে নাবীয বা পানীয় তৈরী করতে নিষেধ করেছেন)।
كتاب الأشربة
عن جابر رضي الله عنه يقول: نهى النبي صلى الله عليه وسلم عن الزبيب والتمر والبسر والرطب.