ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৩৮
হালাল-হারাম পানীয়
নাবীয অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৩৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য পানপাত্রের মধ্যে যব রেখে নাবীয পানীয় তৈরী করা হত। যে দিন পানির মধ্যে যব রেখে নাবীয তৈরী করা হত তিনি সেদিন, পরের দিন এবং তার পরের দিন তা পান করতেন, তৃতীয় দিনের সন্ধ্যায় তিনি তা নিজে পান করতেন এবং অন্যদের পান করাতেন। যদি এরপর কিছু অবশিষ্ট থাকত তবে তিনি তা ঢেলে ফেলে দিতেন।
كتاب الأشربة
عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم ينبذ له الزبيب في السقاء فيشربه يومه والغد وبعد الغد فإذا كان مساء الثالثة شربه وسقاه فإن فضل شيء أهراقه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৩৯
হালাল-হারাম পানীয়
নাবীয অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৩৯) আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলের সাথে ছিলেন এমন একজন সাহাবি (কাইস ইবন নুমান) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা মুখ বন্ধ করা চামড়ার পাত্রে পানীয় রেখে পান করবে। যদি তাতে মাদকতা সৃষ্টি হয় তবে পানি মিশিয়ে তার মাদকতা নষ্ট করবে। যদি তোমরা পানি মিশিয়েও তার মাদকতা দূর করতে না পার তবে তা ফেলে দেবে।
كتاب الأشربة
عن رجل كان من الوفد الذين وفدوا إلى النبي (قيس بن النعمان) مرفوعا: اشربوا في الجلد الموكي عليه فإن اشتد فاكسروه بالماء فإن أعياكم فأهريقوه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৪০
হালাল-হারাম পানীয়
নাবীয অর্থাৎ খাদ্যশস্য বা ফলের রস ও প্রাসঙ্গিক বিধানাবলি
(২৪৪০) ইবন যিয়াদ বলেন, তিনি একদিন আব্দুল্লাহ ইবন উমার রা.র কাছে ইফতার করেন। তিনি তাকে পানীয় পান করতে দেন। মনে হল পানীয়টুকু তাকে ধরে ফেলে । সকালে তিনি ইবন উমার রা.র নিকট ফিরে গিয়ে বলেন, এ কী শরবত? আমি আমার বাড়ির পথ চিনতে পারছিলাম না! ইবন উমার বলেন, তোমাকে শুধুমাত্র খেজুর ও কিসমিসের মিশানো শরবত দিয়েছিলাম।
كتاب الأشربة
عن عقبة بن زياد أنه أفطر عند عبد الله بن عمر رضي الله عنهما فسقاه شرابا فكأنه أخذ منه فلما أصبح غدا إليه فقال له: ما هذا الشراب؟ ما كدت أهتدي إلى منزلي فقال ابن عمر: ما زدناك على عجوة وزبيب .
tahqiq

তাহকীক: