ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৯. বন্ধক রাখার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৪৫৮
বন্ধক রাখার অধ্যায়
বন্ধক গ্রহণকারীর নিকট থেকে বন্ধক হারিয়ে যাওয়া
(২৪৫৮) উমার রা. থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি বন্ধক গ্রহণ করে এবং বন্ধকটি (তার নিকট থেকে) হারিয়ে যায় তবে সে বিষয়ে তিনি বলেছেন, যদি তার দেওয়া ঋণের চেয়ে বন্ধকের মূল্য কম হয় হারানো বন্ধকের মূল্য বাদে বাকি অর্থ তাকে প্রদান করতে হবে। আর যদি তার দেওয়া অর্থের চেয়ে বন্ধকের মূল্য বেশী হয় তবে সে আমানতগ্রহণকারী হিসেবে বিবেচিত হবে।
كتاب الرهن
عن عمر رضي الله عنه في الرجل يرتهن الرهن فيضيع قال: إن كان أقل مما فيه يرد عليه تمام حقه وإن كان أكثر فهو أمين.
তাহকীক: