ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৬১২
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
নিজের মনে নিজেকে বড় মনে করা এবং গর্বভরে চলাফেরা করা
(২৬১২) ইবন উমার রা. বলেন,** যে ব্যক্তি নিজের মধ্যে নিজেকে বড় মনে করে এবং গর্বভরে চলাচল করে সে যখন আল্লাহর সাথে সাক্ষাত করবে তখন আল্লাহ তার উপর ক্রোধান্বিত থাকবেন।
كتاب الإحسان
عن ابن عمر رضي الله عنهما: من تعاظم في نفسه واختال في مشيته لقي الله وهو عليه غضبان.
তাহকীক: