ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৫৫
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
ইসতিগফার ও ইসতিগফারের মর্যাদা
(২৬৫৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি দিনের মধ্যে ৭০ বারেরও অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তাওবা করি।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة.
হাদীস নং: ২৬৫৬
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
ইসতিগফার ও ইসতিগফারের মর্যাদা
(২৬৫৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বেশী বেশী ইসতিগফার বা ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তার জন্য সকল দুশ্চিন্তার সমাধান করেন, সকল সংকীর্ণতা বা কষ্ট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযক দান করেন।
كتاب الذكر و الدعاء
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من أكثر من الاستغفار (من لزم الاستغفار) جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب.
tahqiq

তাহকীক: