ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ২৬৪৭
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৪৭) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ দশবার বলে, ‘নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান', তবে সে যেন ইসমাঈল সন্তানদের মধ্য থেকে চারব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করল, অর্থাৎ এরূপ চারটি দাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব সে অর্জন করবে।
كتاب الذكر و الدعاء
عن أبي أيوب الأنصاري رضي الله عنه مرفوعا: من قال: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير عشر مرار كان كمن أعتق أربعة أنفس من ولد إسماعيل.
তাহকীক:
হাদীস নং: ২৬৪৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৪৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ একদিনের মধ্যে ১০০ বার বলে 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' (আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তারই প্রশংসা করছি) তবে তার গোনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমূদ্রের ফেনাতুল্য হয়।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قال: سبحان الله وبحمده في يوم مائة مرة خطت خطاياه وإن كانت مثل زبد البحر.
তাহকীক:
হাদীস নং: ২৬৪৯
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৪৯) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চিরস্থায়ী নেককর্মগুলো হল: লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই), সুবহানাল্লাহ (পবিত্রতা আল্লাহর), আল্লাহু আকবার ( আল্লাহ সর্বশ্রেষ্ঠ), আলহামদু লিল্লাহ (প্রশংসা আল্লাহর) এবং লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ (নেই কোনো অবলম্বন ও নেই কোনো শক্তি আল্লাহতে ছাড়া)।
كتاب الذكر و الدعاء
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: الباقيات الصالحات لا إله إلا الله وسبحان الله والله أكبر والحمد لله ولا حول ولا قوة إلا بالله.
তাহকীক:
হাদীস নং: ২৬৫০
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫০) সামুরা ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হল চারটি: 'সুবহানাল্লাহ' (পবিত্রতা আল্লাহর), আলহামদু লিল্লাহ' (প্রশংসা আল্লাহর), 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই) এবং 'আল্লাহু আকবার' (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)। তুমি এগুলোর মধ্য থেকে যেটি দিয়েই শুরু কর কোনো ক্ষতি নেই।
كتاب الذكر و الدعاء
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. لا يضرك بأيهن بدأت.
তাহকীক:
হাদীস নং: ২৬৫১
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫১) নবীপত্নী জুওয়াইরিয়া রা. বলেন, ফজরের সালাত আদায়ের পরে রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট থেকে বেরিয়ে গেলেন। তখন তিনি তার মসজিদে (সালাতের স্থানে বসে যিকরে রত) ছিলেন। অতঃপর বেলা অনেক হওয়ার পরে তিনি তথায় প্রত্যাবর্তন করেন। তখনও তিনি সেখানে বসে (যিকরে রত) ছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে চলে গিয়েছি তুমি কি এতক্ষণ সে অবস্থাতেই (যিকরে রত) রয়েছ? আমি বললাম, হ্যাঁ তিনি বলেন, আমি তোমার নিকট থেকে গমনের পরে চারটি বাক্য তিনবার বলেছি, যদি সেগুলোকে ওয়ন করা হয় তবে তুমি সারাদিনভর যা বলেছ তার চেয়ে ওযনে বেশী ভারী হবে। সেগুলো হল: ‘পবিত্রতা আল্লাহর এবং প্রশংসা তাঁরই, তাঁর সৃষ্টির সমসংখ্যক, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণে, তাঁর আরশের ওযন পরিমাণে এবং তাঁর বাক্যের কালির সমপরিমাণ '।
كتاب الذكر و الدعاء
عن جويرية رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة حين صلى الصبح وهي في مسجدها ثم رجع بعد أن أضحى وهي جالسة فقال: ما زلت على الحال التي فارقتك عليها؟ قالت: نعم قال النبي صلى الله عليه وسلم: لقد قلت بعدك أربع كلمات ثلاث مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن: سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته.
তাহকীক:
হাদীস নং: ২৬৫২
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫২) নবীপত্নী সাফিয়্যাহ রা. বলেন, আমার সামনে ৪০০০ খেজুরের বিচি ছিল, যেগুলো দিয়ে আমি তাসবীহ পাঠ করছিলাম, এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট প্রবেশ করলেন। তিনি বললেন, হে হুয়াইয়ের মেয়ে, এ কী? আমি বললাম, আমি এগুলো দিয়ে তাসবীহ পাঠ করছি। তিনি বলেন, আমি এইমাত্র তোমার মাথার উপর দাঁড়িয়ে তাসবীহ বলেছি যা এর চেয়েও বেশী । আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে শিখিয়ে দিন । তিনি বললেন, তুমি বলবে, 'আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন তার সমসংখ্যক'।
كتاب الذكر و الدعاء
عن صفية رضي الله عنها قالت: دخل علي رسول الله صلى الله عليه وسلم وبين يدي أربعة آلاف نواة أسبح بهن فقال: يا بنت حيي ما هذا؟ قلت: أسبح بهن قال: قد سبحت منذ قمت على رأسك أكثر من هذا قلت: علمني يا رسول الله قال قولي: سبحان الله عدد ما خلق من شيء.
তাহকীক:
হাদীস নং: ২৬৫৩
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫৩) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার থেকে একটি বাক্য জানিয়ে দেব না? আমি বললাম, অবশ্যই জানাবেন। তিনি বললেন, 'লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (নেই কোনো অবলম্বন এবং নেই কোনো শক্তি আল্লাহতে ছাড়া)।
كتاب الذكر و الدعاء
عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعا: يا عبد الله ألا أدلك على كلمة من كنز من كنوز الجنة قلت: بلى قال: لا حول ولا قوة إلا بالله... ولا ملجأ من الله إلا إليه.
তাহকীক:
হাদীস নং: ২৬৫৪
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বলে 'লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (নেই কোনো অবলম্বন এবং নেই কোনো শক্তি আল্লাহতে ছাড়া) তবে তা ৯৯টি ব্যাধির ঔষধ হবে, সবচেয়ে সহজ ব্যাধি হল দুশ্চিন্তা।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قال لا حول ولا قوة إلا بالله كان دواء من تسعة وتسعين داء أيسرها الهم.
তাহকীক: