ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৬৯৫
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৫) উসমান ইবন আফফান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মানুষ যদি প্রত্যেক দিবসের সকালে এবং প্রত্যেক রাতের সন্ধ্যায় তিনবার বলে, 'আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবীতে ও আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না এবং তিনি মহাশ্রোতা ও মহাজ্ঞানী' তবে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না।
كتاب الذكر و الدعاء
عن عثمان رضي الله عنه مرفوعا: ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة: بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات فيضره شيء.
তাহকীক:
হাদীস নং: ২৬৯৬
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৬) আবু হুরাইরা রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, গতরাতে আমাকে একটি বিচ্ছু কামড় দিয়েছিল, তাতে আমি কী যে কষ্ট পেয়েছি! তিনি বলেন, যদি তুমি সন্ধ্যার সময় বলতে, 'আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে', তবে তা (বিচ্ছু বা বিষধর প্রাণি) তোমার কোনো ক্ষতি করত না।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه أنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله ما لقيت من عقرب لدغتني البارحة قال: أما لو قلت حين أمسيت: أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم تضرك.
তাহকীক:
হাদীস নং: ২৬৯৭
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৭) খাওলা বিনতু হাকীম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে তবে সে যেন বলে, আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে', তাহলে সেই স্থান পরিত্যাগ না করা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করবে না।
كتاب الذكر و الدعاء
عن خولة بنت حكيم رضي الله عنها مرفوعا: إذا نزل أحدكم منزلا فليقل: أعوذ بكلمات الله التامات من شر ما خلق فإنه لا يضره شيء حتى يرتحل منه.
তাহকীক:
হাদীস নং: ২৬৯৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সন্ধ্যায় তিনবার বলে, 'আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে', তবে সেই রাত্রিতে কোনো বিষ তার ক্ষতি করবে না।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قال حين يمسي ثلاث مرات: أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره حمة تلك الليلة.
তাহকীক: