মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অধ্যায়ঃ নেক আমল অর্জনে উৎসাহিত করা
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
১. আবু দারদা (রা) থেকে বর্ণিত। একদা তিনি নবী তিনি বলেন, আল্লাহর বাণী: করিম (ﷺ) কে মিম্বরে ভাষণ দিতে শোনেন। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَا "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন রাসূলুল্লাহ (ﷺ) দ্বিতীয়বার বললেন,
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি দ্বিতীয়বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয় বার বললেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি তৃতীয় বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, হ্যাঁ, যদি আবু দারদার ইচ্ছার বিরুদ্ধেও হয়।
(মুসনাদ আহমদ, ফাযায়েলে কুরআন অধ্যায়, পৃ. ২৯৩।)
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি দ্বিতীয়বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয় বার বললেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি তৃতীয় বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, হ্যাঁ, যদি আবু দারদার ইচ্ছার বিরুদ্ধেও হয়।
(মুসনাদ আহমদ, ফাযায়েলে কুরআন অধ্যায়, পৃ. ২৯৩।)
كتاب الترغيب في صالح الأعمال
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
باب ما جاء في الخوف من الله عز وجل
عن أبي الدرداء أنه سمع النبي صلى الله عليه وسلم وهو يقص على المنبر (ولمن خاف مقام ربه جنتان) فقلت وان زنى وإن سرق يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم الثانية (ولمن خاف مقام ربه جنتان) فقلت الثانية وإن زني وإن سرق يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم الثالثة (ولمن خاف مقام ربه جنتان) فقلت الثالثة وإن زنى وإن سرق يا رسول الله قال نعم وإن رغم أنف أبي الدرداء

তাহকীক:
হাদীস নং: ২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
২. সুলায়মান ইবন সুলায়ম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মিকদাদ ইবন আসওয়াদ (রা) বলেন, কোন ব্যক্তিকে ভাল ও মন্দ বলা যাবে না, যতক্ষণ না তার কাজের শেষ দেখা হয়। অর্থাৎ নবী করিম (ﷺ) থেকে কোন জিনিস শুনার পরে বলা হলো, তুমি কি শুনেছ? সে বললো, আমি  রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, প্রত্যেক বনি আদমের অন্তর হাঁড়ির পানি থেকেও তীব্রভাবে পরিবর্তন হয়, যখন হাড়িটা টগবগ করে ফুটতে থাকে।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن سليمان بن سليم قال قال المقداد بن الأسود لا أقول في رجل خيرا ولا شرا حتى أنظر ما يختم له يعني بعد شيء سمعته من النبي صلى الله عليه وسلم قيل وما سمعت؟ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لقلب ابن آدم أشد انقلابا من القدر إذا اجتمعت عليه

তাহকীক:
হাদীস নং: ৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৩. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় বলতেন, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় রাখ। তখন রাসূলের কোন সাথী ও তার পরিবারের লোকেরা জিজ্ঞেস করলো: হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি কি আমাদের ব্যাপারে ভয় করছেন? আমরা তো আপনার উপর এবং আপনি যা নিয়ে এসেছেন তার উপর ঈমান এনেছি। তখন  রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অন্তরের মালিক আল্লাহ্, আর তিনি তা পরিবর্তন করতে সক্ষম।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقال له أصحابه وأهله يا رسول الله أتخاف علينا وقد آمنا بك وبما جئت به قال إن القلوب بيد الله عز وجل يقلبها

তাহকীক:
হাদীস নং: ৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৪. হাকীম ইবন মুয়াবীয়া (রা) তার পিতা মুয়াবীয়া ইবনে হায়দা (রা) থেকে বর্ণনা করেন।  রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, আল্লাহ তা'আলা তাকে অধিক সন্তান-সন্ততি ও সম্পদ দান করেন এবং তাতে বরকত ও প্রাচুর্য দান করেন। এ প্রাচুর্য তাঁর যুগ পর্যন্ত বিদ্যমান ছিল। তার পরবর্তী যুগে সে যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়, তখন সে বলে, হে আমার সন্তানগণ। আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তারা বলেন উত্তম পিতা। সে বলে তোমরা কি আমার আনুগত্য করবে? জবাবে তারা বললো, হ্যাঁ। তখন পিতা বললো, দেখ, যখন আমার মৃত্যু হবে তখন আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহর শপথ। তারা তাই করে। তারপর সে বলে, আমার হাড়গুলো গুড়ো গুড়ো করবে। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তখন তারা তার নির্দেশ মত তাই করে। এরপর সে বলে, তারপর বাতাসের দিন আমার গুড়োগুলো সমুদ্রে ছড়িয়ে দেবে, যাতে আল্লাহর শাস্তি থেকে আমি অদৃশ্য হয়ে যাই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর শপথ। তারা তাই করে। যখন সে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তার দেহকে একত্রিত করে জিজ্ঞাসা করেন, হে আদম সন্তান! কেন তুমি এমন করতে গেলে? সে বললো, হে আমার রব। তোমার আযাবের ভয়ে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আল্লাহ্ তাঁর রহমত ও ক্ষমতা দ্বারা তার ত্রুটি মাফ করে দেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن حكيم بن معاوية عن أبيه (6) أن رسول الله صلى الله عليه وسلم قال أن رجلا كان فيمن قبلكم رغسه (7) الله تبارك وتعالى مالا وولدا (8) حتى ذهب عصره وجاء عصر فلما حضرته الوفاة قال أي بني أي أب كنت لكم؟ قالوا خير أب قال فهل أنتم مطيعي؟ قالوا نعم قال انذروا إذا أنا مت أن تحرقوني حتى تدعوني فحما قال رسول الله صلى الله عليه وسلم ففعلوا والله ذلك ثم اهرسوني بالمهراس يومئ بيده (9) قال رسول الله صلى الله عليه وسلم ففعلوا والله ذلك ثم أذروني في البحر في يوم ريح لعلي أضل الله تبارك وتعالى (10) قال رسول الله صلى الله عليه وسلم ففعلوا والله ذلك فإذا هو في قبضة الله تبارك وتعالى فقال يا ابن آدم ما حملك على ما صنعت؟ قال أي رب مخافتك (1) قال فتلافاه الله تبارك وتعالى بها

তাহকীক:
হাদীস নং: ৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৫. হুযায়ফা ইবন ইয়ামান (রা) নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। তিনি এর সাথে যোগ করে বলেন, আল্লাহ্ তাকে তাঁর কাছে উঠিয়ে নেয়ার পর জিজ্ঞাসা করেন, তুমি এরূপ কেন করলে? সে বলে, তোমার ভয়ে।  রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। উকবা ইবন 'আমির (রা) বলেন, আমি নবী করীম (ﷺ) কে একথা বলতে শুনেছি। (অন্য বর্ণনায় এ শব্দ বলা হয়েছে: كان نباشا, সহীহ ইবনে হিব্বানে রবী ইবনে খারায় থেকে অতিরিক্ত শব্দ এসেছে যে, সে কবর খুঁড়ে মৃত ব্যক্তির কাফন চুরি করতো।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
وعن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم بنحوه وفيه فجمعه الله إليه وقال له لم فعلت ذلك؟ قال من خشيتك قال فغفر له قال عقبة بن عمرو (4) أنا سمعته يقول ذلك (5) وكان نباشا

তাহকীক:
হাদীস নং: ৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৬. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাওহীদে বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস ছাড়া আর কোন কল্যাণের কাজ করেনি। যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন সে তার পরিবার পরিজনকে ডেকে বললো, যখন আমি মারা যাব, তখন আমাকে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলবে, তারপর আমাকে গুড়ো গুড়ো বা চূর্ণ বিচূর্ণ করে প্রচণ্ড বাতাসের দিন আমার সে গুড়োগুলো সমুদ্রে নিক্ষেপ করবে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এভাবে তারা তাই করে। এরপর সে যখন আল্লাহর নিকট পাকড়াও হলো তখন আল্লাহ্ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ কাজ কেন করলে? তখন সে বললো, তোমার ভয়ে।  রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইয়াহইয়া বলেন, হাম্মাদ (র) ছাবিত (র) থেকে, তিনি আবু রাফে (রা) থেকে, তিনি আবূ হুরায়রা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن عبد الله أن رجلا لم يعمل من الخير شيئا قط إلا التوحيد فلما حضرته الوفاة قال لأهله إذا أنا مت فخذوني وأحرقوني حتى تدعوني حممة (7) اطحنوني ثم ذروني في البحر في يوم راح (8) قال ففعلوا به ذلك فإذا هو في قبضة الله قال فقال الله عز وجل له ما حملك على ما صنعت قال مخافتك قال فغفرالله له قال يحيى (9) حدثنا حماد عن ثابت عن أبي رافع (10) عن أبي هريرة بمثله

তাহকীক:
হাদীস নং: ৭
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৭. আবূ সা'ঈদ খুদরী (রা) নবী করিম (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
وعن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم نحوه

তাহকীক:
হাদীস নং: ৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৮. আবু কাতাদা ও আবু দাহমা (রা) থেকে বর্ণিত। তারা বলেন, আমরা অধিক হারে কা’বায় সফর করতাম। তারা বললেন, আমরা মরুবাসী পরিবারের এক ব্যাক্তির নিকট আসলাম। অন্য বর্ণনায়, আমরা বললাম,  তুমি কি রাসুলুল্লাহ (ﷺ) থেকে কোন কিছু শুনেছ? তখন মরুবাসী লোকটি বললো, আমি রাসূলের হাত ধরলাম এরপর আল্লাহ্ তাকে যা শিখিয়েছেন, তিনি আমাকে তা শিখালেন এবং বললেন যদি তুমি আল্লাহর ভয়ে নিষিদ্ধ সব কাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তার পক্ষ থেকে তোমাকে কল্যান দান করবেন।"
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن أبي قتادة وأبي الدهماء قالا كانا يكثران السفر نحو هذا البيت (2) قالا اتينا على رجل من أهل البادية (وفي رواية فقلنا هل سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا) فقال البدوي أخذ بيدي رسول الله صلى الله عليه وسلم فجعل يعلمني مما علمه الله تبارك وتعالى وقال أنك لن تدع شيئا (3) اتقاء الله عز وجل إلا اعطاك الله خيرا منه

তাহকীক:
হাদীস নং: ৯
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
৯. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের নিকট যে হেদায়াত ও দলিল নিয়ে এসেছি তার পুরস্কারের জন্য আমি আল্লাহর নিকট প্রার্থনা করব না, যতক্ষণ না তোমরা আল্লাহ ও তার রাসুল (ﷺ) কে ভাল না বাস এবং আনুগত্যের মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার চেষ্টা না কর।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال لا أسألكم على ما اتيتكم به من البينات والهدى أجرا إلا أن توادوا الله ورسوله وأن تقربوا إليه بالطاعة

তাহকীক:
হাদীস নং: ১০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, হে আদম সন্তান। আমার ইবাদতে পূর্ণ মনোযোগী হও, তোমার অন্তর প্রাচুর্যে পরিপূর্ণ করে দেব, তোমার অভাব মিটিয়ে দেব, যদি তা না কর, তাহলে তোমার অন্তর কাজে মশগুল করে দেব এবং তোমার অভাব মোচন করব না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك والا تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك

তাহকীক:
হাদীস নং: ১১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১১. আবু হুরায়রা (রা) পুনরায় বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের রব বলেছেন, যদি আমার বান্দাহ আমার আনুগত্য করে, তবে আমি রাতে তাদের বৃষ্টির পানি পান করাবো এবং দিনের বেলায় তাদের উপর সূর্য উদিত করবো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর উপর ভাল ধারণা রাখাই আল্লাহর জন্য উত্তম ইবাদত স্বরূপ।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
وعنه أيضا أن النبي صلى الله عليه وسلم قال قال ربكم عز وجل لو أن عبادك أطاعوني لأسقيتهم المطر بالليل وأطلعت عليهم الشمس بالنهار ولما اسمعتهم صوت الرعد وقال رسول الله صلى الله عليه وسلم أن حسن الظن بالله من حسن عبادة الله

তাহকীক:
হাদীস নং: ১২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১২. 'আবদুল্লাহ ইবন কায়েস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (ﷺ) আমাদের সাথে নামায আদায় করেন। তারপর তিনি বলেন, তোমরা তোমাদের নিজ নিজ স্থানে বসে থাক। এ কথা হলে তিনি পুরুষদের নিকট এসে বললেন, আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাদের নির্দেশ প্রদান করি যে, তোমরা আল্লাহকে ভয় কর এবং কথা বলার সময় ন্যায্য ও সত্য কথা বল। এরপর তিনি মহিলাদের নিকট গিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাদেরকে নির্দেশ দেই, তোমরা আল্লাহকে ভয় কর এবং কথা বলার সময় ন্যায্য ও সত্য কথা বল। বর্ণনাকারী বলেন, পুনরায় তিনি পুরুষদের নিকট ফিরে এসে তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা যখন তীর নিয়ে মুসলমানদের মসজিদ ও তাদের বাজারে প্রবেশ করবে, তখন তা খাপে বন্ধ রাখবে, যাতে তা দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হয়ে কষ্ট না পায় অথবা আহত না হয়।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن عبد الله بن قيس قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة ثم قال على مكانكم اثبتوا ثم اتى الرجال فقال أن الله عز وجل يأمرني أن آمركم أن تتقوا الله وأن تقولوا قولا سديدا ثم تخلل إلى النساء فقال لهن أن الله عز وجل يأمرني أن آمركن أن تتقوا الله وأن تقولوا (8) قولا سديدا قال ثم رجع حتى اتى الرجال فقال إذا دخلتم مساجد المسلمين وأسواقهم ومعكم النبل (9) فخذوا بنصلها لا تصيبوا بها أحدا فتؤذوه أو تجرحوه

তাহকীক:
হাদীস নং: ১৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৩. আবু শাদ্দাদ ইবনে আউস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ঐ ব্যক্তি, যে নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর কাছে ভাল বিনিময়ের আশা আকাংখা রাখে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن شداد بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس (2) من دان نفسه (3) وعمل لما بعد الموت (4) والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله

তাহকীক:
হাদীস নং: ১৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৪. 'উকবা ইবন আমের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এক ব্যক্তি যে খারাপ কাজ করে, তারপর নেক কাজ করে, তার উদাহরণ হলো ঐ ব্যক্তির মত যে এমন সংকীর্ণ বর্ম পরিধান করেছে, যাতে তার শ্বাসরুদ্ধ হওয়ার মত অবস্থা। তারপর সে যখন নেক আমল করে, তাতে একটি গিরা খুলে যায়। পুনরায় সে যখন নেক আমল করে, তাতে দ্বিতীয় গিরাটি খুলে যায় এবং শেষ পর্যন্ত বর্মটি যমীনে পড়ে যায়। (অর্থাৎ খারাপ কাজ মানুষের অন্তরকে সংকীর্ণ করে দেয়, আর যখন সে ভাল কাজ করে, তখন তার অন্তর খুলে যায় এবং সে সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে ফিরে আসে।)
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم أن مثل الذي يعمل السيئات ثم يعمل الحسنات كمثل رجل كانت عليه درع (7) ضيقة قد خنقته (8) ثم عمل حسنة فانفكت حلقة ثم عمل حسنة أخرى فانفكت حلقة أخرى حتى تخرج إلى الأرض

তাহকীক:
হাদীস নং: ১৫
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৫. আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন,  রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি একটি নেক আমল করে, তার পরিবর্তে সে দশটি নেক আমলের ছাওয়াব পাবে অথবা তারও অধিক দেব। আর যে ব্যক্তি একটি খারাপ কাজ করে, তার পরিবর্তে সে একটি প্রতিদান পাবে অথবা তাকে ক্ষমা করা করে দেব। যে ব্যক্তি যমীন ভরে যায় এ পরিমাণ অপরাধের করেছে এবার সে আমার যাবে এ অবস্থায় সাক্ষাৎ করেছে যে, সে কোন প্রকার শিরক করেনি, তাবেগিয়ে যাই। আবে। আর যে যায়ে এমার দিকে আধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই, আর যখন সে আমার কাছে হেঁটে হেঁটে আসে, তখন আমি তার দিকে দৌড়িয়ে যাই।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل من عمل حسنة فله عشر أمثاله أو أزيد ومن عمل سيئة فجزاؤه مثلها أو أغفر ومن عمل قراب (11) الأرض خطيئة ثم لقيني لا يشرك بي شيئا جعلت له مثلها مغفرة ومن اقترب إلي شبرا اقتربت إليه ذراعا ومن اقترب إلى ذراعا اقتربت إليه باعا ومن أتاني يمشي أتيته هرولة

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ১৬
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৬. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার বান্দাহ যখন আমার সাথে মিলিত হওয়ার জন্য আধ হাত এগিয়ে আসে, তখন আমি তার সাথে মিলিত হওয়ার জন্য এক হাত এগিয়ে যাই। আর যখন সে আমার সাথে মিলিত হওয়ার জন্য এক হাত এগিয়ে আসে, তখন আমি তার সাথে মিলিত হওয়ার জন্য দুই হাত এগিয়ে যাই। আর যখন সে দুই হাত এগিয়ে আসে, তখন আমি তার দিকে আরো দ্রুত এগিয়ে যাই।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قال إذا تلقاني عبدي بشبر تلقيته بذراع وإذا تلقاني بذراع تلقيته بباع وإذا تلقاني بباع جئته بأسرع

তাহকীক:
হাদীস নং: ১৭
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৭. ইয়াযীদ ইবন নায়ীম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ যর গিফারী (রা) কে ফুসতাতে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার দিকে আধ হাত এগিয়ে যায়, মহান আল্লাহ্ তার দিকে এক হাত এগিয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, মহান আল্লাহ্ তার দিকে দুই হাত এগিয়ে যান। আর যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ্ তার দিকে দৌড়িয়ে আসেন। আল্লাহ্ সর্বোচ্চ ও মহান, একথা তিনি বার বার বললেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن يزيد بن نعيم قال سمعت أبا ذر الغفاري وهو على المنبر بالفسطاط يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول من تقرب إلى الله عز وجل شبرا تقرب إليه ذراعا ومن تقرب إلى الله ذراعا تقرب إليه باعا ومن أقبل على الله عز وجل ماشيا أقبل الله إليه مهرولا والله أعلى وأجل والله أعلى وأجل والله أعلى وأجل

তাহকীক:
হাদীস নং: ১৮
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৮. মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর বাহনের উপর বসা ছিলাম। এমন সময় তিনি বললেন, হে মু'আয! তুমি কি জান, বান্দার উপর আল্লাহর হক কি? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, তারা তাঁর ইবাদত করবে এবং তাঁর সাথে কোন কিছুতেই শরীক করবে না। তারপর বললেন, তুমি কি জান, আল্লাহর উপর বান্দার হক কি, যখন তারা কাজ করে? মু'আয (রা) বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূলই এ ব্যাপারে ভাল জানেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তাদেরকে কোন শাস্তি দিবেন না। অন্য বর্ণনায় মু'আয (রা) অতিরিক্ত বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)।  আমি কি মানুষকে এ সংবাদ দেব? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদেরকে আমল করতে দাও।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن معاذ قال كنت ردف رسول الله صلى الله عليه وسلم فقال يا معاذ أتدري ما حق الله على العباد؟ قال قلت الله ورسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا قال فهل تدري ما حق العباد على الله إذا هم فعلوا ذلك؟ قال قلت الله ورسوله أعلم قال لا يعذبهم (زاد في رواية قال قلت يا رسول الله ألا أبشر الناس قال دعهم يعملوا)

তাহকীক:
হাদীস নং: ১৯
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
১৯. আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, ভাল কাজের স্বত্ত অংশকেও অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে মুলাকাতের মত সামান্য বিষয় হয়।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تحقرن من المعروف شيئا فإن تجد فألق أخاك بوجه طلق

তাহকীক:
হাদীস নং: ২০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: সাধারণভাবে আনুগত্য ও নেক আমল করার জন্য উৎসাহ প্রদান
২০. জাবির (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ)-এর নিকট নু'মান ইবনে কাওকালের পিতা এসে বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি যদি হালালকে হালাল মনে করি এবং হারামকে হারাম মনে করি, ফরয নামাযগুলো যথাযথভাবে আদায় করি এবং এর চেয়ে বেশী কিছু না করি, তবে কি আমি জান্নাতে যেতে পারবো? এ ব্যাপারে আপনার অভিমত কি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في أعمال البر والطاعة مطلقا
عن جابر قال أتى النبي صلى الله عليه وسلم والد النعمان بن قوفل (8) فقال يا رسول الله أرأيت إن حللت الحلال وحرمت الحرام (9) وصليت المكتوبات ولم أزد على ذلك أأدخل الجنة؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم

তাহকীক: