কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪০৩৯
আন্তর্জাতিক নং: ৪০৮৩
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
২৪. কাপড় দিয়ে মাথা ঢাকা।
৪০৩৯. মুহাম্মাদ ইবনে দাউদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক সময় আমি দুপুরের দিকে (আমার পিতার ঘরে) বসে ছিলাম। এ সময় জনৈক ব্যক্তি আবু বকর (রাযিঃ) কে বলেনঃ এই তো রাসূলুল্লাহ (ﷺ), আর তিনি এ সময় তাঁর চাদর দিয়ে মুখ ঢেকে আমার নিকটে আসেন। সাধারণতঃ তিনি এমন সময় আমাদের নিকট আসতেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) এসে অনুমতি চাইলে আবু বকর (রাযিঃ) তাঁকে অনুমতি দেন। এরপর তিনি ভিতরে প্রবেশ করেন।
كتاب اللباس
باب فِي التَّقَنُّعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ سُفْيَانَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ قَالَ الزُّهْرِيُّ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها بَيْنَا نَحْنُ جُلُوسٌ فِي بَيْتِنَا فِي نَحْرِ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لأَبِي بَكْرٍ رضى الله عنه هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُقْبِلاً مُتَقَنِّعًا فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَ فَأُذِنَ لَهُ فَدَخَلَ .