কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২২. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮৫১
আন্তর্জাতিক নং: ২৮৫১
জিহাদের বিধানাবলী অধ্যায়
নাফল[১] প্রসঙ্গে
২৮৫১। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....হাবীব ইবন মাসলামা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এক পঞ্চমাংশ নেওয়ার[২] পর অবশিষ্ট মালের এক তৃতীয়াংশ থেকে নাফল বা অতিরিক্ত পুরস্কার দিয়েছেন।

[১] নাফল শব্দের অর্থ অতিরিক্ত। যুদ্ধের ময়দানে বিশেষ বীরত্ব রণকুশলতা প্রদর্শনের কারণে তার স্বীকৃতি স্বরূপ এক ব্যক্তিকে অথবা কয়েক ব্যক্তিকে ইমাম তাদের গনীমতের অংশের অতিরিক্ত যে পুরস্কার দেন, তাকেই বলে নাফল।
[২] গনীমতের মাল আসার পর তা থেকে এক পঞ্চমাংশ আল্লাহ্ ও তাঁর রাসূলের জন্য আলাদা করে ফেলতে হবে। বাকী চার অংশ সকল মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতে হবে। তবে এই চার অংশের এক তৃতীয়াংশ ইমাম ইচ্ছা করলে পুরস্কার স্বরূপ দিতে পারেন।
كتاب الجهاد
بَاب النَّفْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ زَيْدِ بْنِ جَارِيَةَ، عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَفَّلَ الثُّلُثَ بَعْدَ الْخُمُسِ ‏.‏
tahqiq

তাহকীক: