কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২২. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮৫২
আন্তর্জাতিক নং: ২৮৫২
জিহাদের বিধানাবলী অধ্যায়
নাফল প্রসঙ্গে
২৮৫২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....'উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) প্রাম্ভিক[১] যুদ্ধে গনীমতের মালের এক-চতুর্থাংশ এবং ফিরতি যুদ্ধে এক তৃতীয়াংশ থেকে (পুরস্কার স্বরূপ) অতিরিক্ত দেন।

[১] কোন নির্দিষ্ট স্থানে যুদ্ধ করার উদ্দেশ্যে রওয়ানা করে পথিমধ্যে যদি কোন যুদ্ধের সম্মুখীন হয়, তবে এর গনীমাতের মধ্যে এক চতুর্থাংশ থেকে এবং যুদ্ধ থেকে ফিরার সময় কোন গনিমাতপ্রাপ্ত হয়, তবে এর এক তৃতীয়াংশ থেকে, অতিরিক্ত হিসাবে দেওয়া যাবে।
كتاب الجهاد
بَاب النَّفْلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ الزُّرَقِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي سَلاَّمٍ الأَعْرَجِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَفَّلَ فِي الْبَدْأَةِ الرُّبُعَ وَفِي الرَّجْعَةِ الثُّلُثَ ‏.‏
হাদীস নং: ২৮৫৩
আন্তর্জাতিক নং: ২৮৫৩
জিহাদের বিধানাবলী অধ্যায়
নাফল প্রসঙ্গে
২৮৫৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....'আমর ইবন 'শু'আয়বের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পরে আর কোন নাফল বা অতিরিক্ত দেওয়া হবে না। শক্তিশালী মুসলমান দুর্বল মুসলমানকে গনীমতের মাল ফেরৎ দিবে।
রাবী রাজা' বলেনঃ আমি সুলায়মান ইবন মুসা (রাহঃ) থেকে শুনেছি, তিনি আমর ইবন শু'আয়ব (রাযিঃ)-কে বলছিলেন, মাকহূল (রাহঃ) হাবীব ইবন মাসলামা (রাযিঃ) থেকে হাদীছ বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) প্রথম যুদ্ধে গনীমতের মালের এক চতুর্থাংশ এবং যখন ফিরে আসতেন তখনকার যুদ্ধে এক তৃতীয়াংশ পুরস্কার স্বরূপ দিতেন। আমর (রাযিঃ) বললেনঃ আমি তোমাকে আমার দাদার সূত্রে হাদীছ শুনাচ্ছি আর তুমি আমাকে মাকহূল থেকে হাদীছ শুনাচ্ছ?[১]

[১] আমর (রাহঃ) মাকহূল (রাহঃ)-এর রিওয়ায়াত হাসান বলে মন্তব্য করেছেন অথচ মাকহূল একজন বিশ্বস্ত রাবী এবং এ হাদীছ প্রমাণিত ও নির্ভরযোগ্য। রাসূলুল্লাহ (ﷺ) এবং উলামায়ে কিরাম সকলেই পুরস্কার দেয়ার পক্ষপাতি।
كتاب الجهاد
بَاب النَّفْلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ أَنْبَأَنَا رَجَاءُ بْنُ أَبِي سَلَمَةَ حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَا نَفَلَ بَعْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَرُدُّ الْمُسْلِمُونَ قَوِيُّهُمْ عَلَى ضَعِيفِهِمْ قَالَ رَجَاءٌ فَسَمِعْتُ سُلَيْمَانَ بْنَ مُوسَى يَقُولُ لَهُ حَدَّثَنِي مَكْحُولٌ عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَفَّلَ فِي الْبَدْأَةِ الرُّبُعَ وَحِينَ قَفَلَ الثُّلُثَ فَقَالَ عَمْرٌو أُحَدِّثُكَ عَنْ أَبِي عَنْ جَدِّي وَتُحَدِّثُنِي عَنْ مَكْحُولٍ