আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৮৩২
 হজ্ব - উমরার অধ্যায়
৪৪. মিনা’র দিবসগুলির রোযা
রেওয়ায়ত ১৩৭. সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আইয়্যামে তাশরীকে রোযা রাখিতে নিষেধ করিয়াছেন।*
* কুরবানীর ঈদের পর তিনদিন (১৩ তারিখ পর্যন্ত) হইল আইয়্যমে তাশরীক।
* কুরবানীর ঈদের পর তিনদিন (১৩ তারিখ পর্যন্ত) হইল আইয়্যমে তাশরীক।
كتاب الحج
بَاب مَا جَاءَ فِي صِيَامِ أَيَّامِ مِنًى
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ أَيَّامِ مِنًى

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৮৩৩
 হজ্ব - উমরার অধ্যায়
৪৪. মিনা’র দিবসগুলির রোযা
রেওয়ায়ত ১৩৮. ইবনে শিহাব (রাহঃ) হইতে বর্ণিত, মিনার দিবসগুলিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) ঘুরিয়া ফিরিয়া ঘোষণা প্রচার করিতে বলিলেনঃ খাওয়া, পান করা আর আল্লাহর স্মরণের জন্য এই দিনগুলি।
كتاب الحج
بَاب مَا جَاءَ فِي صِيَامِ أَيَّامِ مِنًى
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَبْدَ اللَّهِ بْنَ حُذَافَةَ أَيَّامَ مِنًى يَطُوفُ يَقُولُ إِنَّمَا هِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَذِكْرِ اللَّهِ
হাদীস নং: ৮৩৪
 হজ্ব - উমরার অধ্যায়
৪৪. মিনা’র দিবসগুলির রোযা
রেওয়ায়ত ১৩৯. আবু হুৱায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দুইদিন রোযা রাখতে নিষেধ করিয়াছেন- ঈদুল ফিতরের দিন আর ঈদুল আযহার দিন।
كتاب الحج
بَاب مَا جَاءَ فِي صِيَامِ أَيَّامِ مِنًى
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الْأَضْحَى
হাদীস নং: ৮৩৫
 হজ্ব - উমরার অধ্যায়
৪৪. মিনা’র দিবসগুলির রোযা
রেওয়ায়ত ১৪০. আব্দুল্লাহ ইবনে উমর (রাহঃ) তাহার পিতা আমর ইবনে আস (রাযিঃ)-এর নিকট গেলেন। দেখিতে পাইলেন তিনি আহার করিতেছেন, আব্দুল্লাহকেও তিনি ডাকিলেন। আমি বলিলামঃ আমি আজ রোযা আছি। তিনি বলিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যেই দিনে রোযা রাখিতে নিষেধ করিয়াছেন সেই দিনগুলিতে তুমি রোযা রাখিলে! পরে তিনি আব্দুল্লাহকে রোযা ভাঙিয়া ফেলিতে হুকুম করিলেন।
মালিক (রাহঃ) বলেনঃ এই দিনগুলি হইতেছে আইয়্যামে তাশরীক, (যিলহজ্জ মাসের ১১, ১২ এবং ১৩ তারিখ) যেগুলিতে আমর ইবনে আস (রাযিঃ) তাহার পুত্রকে রোযা রাখতে নিষেধ করিলেন।
মালিক (রাহঃ) বলেনঃ এই দিনগুলি হইতেছে আইয়্যামে তাশরীক, (যিলহজ্জ মাসের ১১, ১২ এবং ১৩ তারিখ) যেগুলিতে আমর ইবনে আস (রাযিঃ) তাহার পুত্রকে রোযা রাখতে নিষেধ করিলেন।
كتاب الحج
بَاب مَا جَاءَ فِي صِيَامِ أَيَّامِ مِنًى
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِي عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ أُخْتِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ عَلَى أَبِيهِ عَمْرِو بْنِ الْعَاصِ فَوَجَدَهُ يَأْكُلُ قَالَ فَدَعَانِي قَالَ فَقُلْتُ لَهُ إِنِّي صَائِمٌ فَقَالَ هَذِهِ الْأَيَّامُ الَّتِي نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِنَّ وَأَمَرَنَا بِفِطْرِهِنَّ قَالَ مَالِك هِيَ أَيَّامُ التَّشْرِيقِ
