আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ৮৩৬
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪১. আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাযম (রাহঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ বা উমরাতে একটি উট যাহা পূর্বে (আবু জাহল ইবনে হিশামের ছিল) হাদয়ী হিসাবে পঠাইয়াছিলেন।*
* আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে হারম শরীফে কুরবানীর উদ্দেশ্যে প্রেরিত পশুকে হাদয়ী বলা হয়।
* আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে হারম শরীফে কুরবানীর উদ্দেশ্যে প্রেরিত পশুকে হাদয়ী বলা হয়।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْدَى جَمَلًا كَانَ لِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৮৩৭
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪২. আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে একটি কুরবানীর উট হাকাইয়া নিয়া যাইতে দেখিতে পাইয়া বলিলেনঃ ইহার উপর আরোহণ কর। সে বলিলঃ হে আল্লাহর রাসূল, ইহা তো কুরবানীর উদ্দেশ্যে নিয়া যাইতেছি। রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ তোমার অনিষ্ট হউক, আরোহণ কর। এই কথা তিনি দ্বিতীয় বা তৃতীয় বারে বলিয়াছিলেন।*
* তোমার অনিষ্ট হউকঃ ويلك এই শব্দটি আরবি ভাষায় প্রচলিত শব্দ, তাহার অনিষ্ট হওয়াটা উদ্দেশ্য নহে। উক্ত ব্যক্তির হ্যাঁটার কষ্ট দেখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) এই কথা বলেন।
* তোমার অনিষ্ট হউকঃ ويلك এই শব্দটি আরবি ভাষায় প্রচলিত শব্দ, তাহার অনিষ্ট হওয়াটা উদ্দেশ্য নহে। উক্ত ব্যক্তির হ্যাঁটার কষ্ট দেখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) এই কথা বলেন।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ ارْكَبْهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ فَقَالَ ارْكَبْهَا وَيْلَكَ فِي الثَّانِيَةِ أَوْ الثَّالِثَةِ

তাহকীক:
হাদীস নং: ৮৩৮
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪৩. আব্দুল্লাহ্ ইবনে দীনার (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হজ্জের সময় দুইটি করিয়া আর উমরার সময় একটি করিয়া কুরবানী দিতেন। আমি তাহাকে খালিদ ইবনে আসীদের স্বরে বাঁধা তাঁহার উমরার কুরবানীর উটটিকে নাহর করিতে দেখিয়াছি। আমি উমরার সময় দেখিয়াছি তাহার কুরবানীর উটের উপর এমন জোরে বর্শা মারিয়াছিলেন (নাহর করার জন্য) যে, উহা ভেদ করিয়া অপরদিকে গিয়া ঘাড়ের নিচ দিকে বাহির হইয়া গিয়াছিল।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ 
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ أَنَّهُ كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يُهْدِي فِي الْحَجِّ بَدَنَتَيْنِ بَدَنَتَيْنِ وَفِي الْعُمْرَةِ بَدَنَةً بَدَنَةً قَالَ وَرَأَيْتُهُ فِي الْعُمْرَةِ يَنْحَرُ بَدَنَةً وَهِيَ قَائِمَةٌ فِي دَارِ خَالِدِ بْنِ أَسِيدٍ وَكَانَ فِيهَا مَنْزِلُهُ قَالَ وَلَقَدْ رَأَيْتُهُ طَعَنَ فِي لَبَّةِ بَدَنَتِهِ حَتَّى خَرَجَتْ الْحَرْبَةُ مِنْ تَحْتِ كَتِفِهَا 

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৮৩৯
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪৪. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বর্ণনা করেন, উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) হজ্জ কিংবা উমরার সময় একটি উট হাদয়ী হিসাবে প্রেরণ করিয়াছিলেন।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ 
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَهْدَى جَمَلًا فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ 

তাহকীক:
হাদীস নং: ৮৪০
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪৫. আবু জাফর কারী (রাহঃ) বর্ণনা করেন- আব্দুল্লাহ ইবনে আইয়াশ ইবনে আবি রবী’আ মাখযূমী দুইটি উটের কুরবানী করিয়াছিলেন। ইহার মধ্যে একটি বুখতী ধরনের উটও ছিল।*
* লম্বা গর্দানওয়ালা অভিজাত উষ্ট্রীকে বুখতী বলা হয়।
* লম্বা গর্দানওয়ালা অভিজাত উষ্ট্রীকে বুখতী বলা হয়।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي جَعْفَرٍ الْقَارِئِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيَّ أَهْدَى بَدَنَتَيْنِ إِحْدَاهُمَا بُخْتِيَّةٌ

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৮৪১
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪৬. নাফি’ (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) বলেনঃ কুরবানীর উদ্দেশ্যে প্রেরিত উটের যদি বাচ্চা পয়দা হয় তবে মার সঙ্গে বাচ্চাটিকেও কুরবানীর জন্য লইয়া যাওয়া হইবে। লইয়া যাওয়ার জন্য যদি কোন যানবাহন না পাওয়া যায় তবে বাচ্চাটিকে মার উপর চাপাইয়া লইয়া যাওয়া হইবে, যাহাতে মার সঙ্গে বাচ্চাটিকে নাহর করা যায়।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ 
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ إِذَا نُتِجَتْ النَّاقَةُ فَلْيُحْمَلْ وَلَدُهَا حَتَّى يُنْحَرَ مَعَهَا فَإِنْ لَمْ يُوجَدْ لَهُ مَحْمَلٌ حُمِلَ عَلَى أُمِّهِ حَتَّى يُنْحَرَ مَعَهَا 

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৮৪২
 হজ্ব - উমরার অধ্যায়
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪৭. হিশাম ইবনে উরওয়াহ (রাহঃ) বলেন- আমার পিতা উরওয়াহ (রাহঃ) বলিতেনঃ কুরবানীর উদ্দেশ্যে নীত কুরবানীর পশুর উপর প্রয়োজন হইলে আরোহণ করিতে পার। তবে এইভাবে ব্যবহার করিবে না যে, উহার কোমর ভঙিয়া যায়। দুধের প্রয়োজন হইলে ইহার বাচ্চ পরিতৃপ্ত হইয়া খাওয়ার পর (অবশিষ্ট দুধ) পান করিতে পর, আর ইহাকে নাহর করার সময় বাচ্চাটিকেও নাহর করিতে হইবে।
كتاب الحج
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ 
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ أَنَّ أَبَاهُ قَالَ إِذَا اضْطُرِرْتَ إِلَى بَدَنَتِكَ فَارْكَبْهَا رُكُوبًا غَيْرَ فَادِحٍ وَإِذَا اضْطُرِرْتَ إِلَى لَبَنِهَا فَاشْرَبْ بَعْدَ مَا يَرْوَى فَصِيلُهَا فَإِذَا نَحَرْتَهَا فَانْحَرْ فَصِيلَهَا مَعَهَا 

তাহকীক:

বর্ণনাকারী: