আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
৬১. নবীজী ﷺ এর পবিত্র নামসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৮৮৯
 নবীজী ﷺ এর পবিত্র নামসমূহ
১. নবী (ﷺ)-এর পবিত্র নামসমূহের বর্ণনা
রেওয়ায়ত ১. মুহাম্মাদ ইবনে যুবাইর ইবনে মুতইম (রাহঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেন, আমার পাঁচটি নাম রহিয়াছে।(১) আমি মুহাম্মাদ,(২) আর আমি আহমাদ,(৩) আমি মাহী - আমা দ্বারা আল্লাহ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির - লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হইবে আমার কদমের উপর(৪) আর আমি আকিব।(৫)
كتاب أسماء النبي صلى الله عليه وسلم
بَاب أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ

তাহকীক:

বর্ণনাকারী: