আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৬ টি
হাদীস নং: ৫৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৫।আলী ইবন হুজুর (রাহঃ)... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর সবচেয়ে প্রিয় পোশাক ছিল ’কামীস’।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، قَالَ : حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمِيصُ.
হাদীস নং: ৫৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৬। যিয়াদ ইবন আবু আয়ূব বাগদাদী (রাহঃ)... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : পরিধেয় কাপড়ের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) - এর সবচাইতে প্রিয় পোশাক ছিল ’কামীস’।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, যিয়াদ ইবন আযাব তাঁর এই হাদীছটি একই সনদে আব্দুল্লাহ ইবন বুরায়দা হতে তিনি তাঁর মায়ের সূত্রে উম্মে সালমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন। (অর্থাৎ এখানে সনদের মাঝে আব্দুল্লাহ ইবন বুরায়দার ’মাতার’ মধ্যস্থতায় রিওয়ায়াত করা হয়েছে)। আবু তুমায়লা হতেও একাধিক রাবী যিয়াদ ইবন আয়ূবের রিওয়ায়াতের ন্যায় (আব্দুল্লাহ ইবন বুরায়দার মাতার মধ্যস্থতা বৃদ্ধি করে) রিওয়ায়াত করেন। আবু তুমায়লা (রাযিঃ) এক হাদীসে আব্দুল্লাহ ইবন বুরায়দার মাতার উল্লেখ করেন। আর এ সনদটি অধিকতর সহীহ।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, যিয়াদ ইবন আযাব তাঁর এই হাদীছটি একই সনদে আব্দুল্লাহ ইবন বুরায়দা হতে তিনি তাঁর মায়ের সূত্রে উম্মে সালমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন। (অর্থাৎ এখানে সনদের মাঝে আব্দুল্লাহ ইবন বুরায়দার ’মাতার’ মধ্যস্থতায় রিওয়ায়াত করা হয়েছে)। আবু তুমায়লা হতেও একাধিক রাবী যিয়াদ ইবন আয়ূবের রিওয়ায়াতের ন্যায় (আব্দুল্লাহ ইবন বুরায়দার মাতার মধ্যস্থতা বৃদ্ধি করে) রিওয়ায়াত করেন। আবু তুমায়লা (রাযিঃ) এক হাদীসে আব্দুল্লাহ ইবন বুরায়দার মাতার উল্লেখ করেন। আর এ সনদটি অধিকতর সহীহ।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ ، قَالَ : حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَمِّهِ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهُ الْقَمِيصُ.
قَالَ : هَكَذَا قَالَ زِيَادُ بْنُ أَيُّوبَ ، فِي حَدِيثِهِ : عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَمِّهِ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ ، عَنْ أَبِي تُمَيْلَةَ مِثْلَ رِوَايَةِ زِيَادِ بْنِ أَيُّوبَ ، وَأَبُو تُمَيْلَةَ يَزِيدُ فِي هَذَا الْحَدِيثِ عَنْ أَمِّهِ وَهُوَ أَصَحُّ.
قَالَ : هَكَذَا قَالَ زِيَادُ بْنُ أَيُّوبَ ، فِي حَدِيثِهِ : عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَمِّهِ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ ، عَنْ أَبِي تُمَيْلَةَ مِثْلَ رِوَايَةِ زِيَادِ بْنِ أَيُّوبَ ، وَأَبُو تُمَيْلَةَ يَزِيدُ فِي هَذَا الْحَدِيثِ عَنْ أَمِّهِ وَهُوَ أَصَحُّ.
হাদীস নং: ৫৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৭। আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন হাজ্জাজ (রাহঃ)... আসমা বিনত ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর কামীসের (জামার) আস্তিন হাতের কবজি পর্যন্ত প্রলম্বিত ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَجَّاجِ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ بُدَيْلٍ يَعْنِي ابْنَ مَيْسَرَةَ الْعُقَيْلِيَّ ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ : كَانَ كُمُّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الرُّسْغِ.
হাদীস নং: ৫৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৮।আবু ’আমার হুসায়ন ইবন হুরায়ছ (রাহঃ)... মু’আবিয়া ইবন কুররা (রাযিঃ) তাঁর পিতার সূত্রের বর্ণনা করেন। তিনি বলেন: আমি মুযায়না গোত্রের একদল লোকের সাথে বায়আত হওয়ার জন্য রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে উপস্থিত হলাম। এ সময় তাঁর জামার বোতাম খোলা ছিল। আমি (বরকত লাভ করার জন্য) জামার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে মোহরে নবূওয়াত স্পর্শ করলাম।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ : حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ : حَدَّثَنَا زُهَيْرٌ ، عَنْ عُرْوَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُشَيْرٍ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ ، عَنْ أَبِيهِ قَالَ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ لِنُبَايِعَهُ ، وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقٌ  ، أَوْ قَالَ : زِرُّ قَمِيصِهِ مُطْلَقٌ ، قَالَ : فَأَدْخَلْتُ يَدِي فِي جَيْبِ قَمِيصِهِ فَمَسَسْتُ الْخَاتَمَ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৫৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৯। আব্দ ইবন হুমায়দ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) উসামা ইবন যায়দ (রাযিঃ)-এর কাঁধে ভর করে বাইরে তাশরীফ আনেন। এ সময় তাঁর দেহে জড়ানো একটি ইয়ামেনী নক্সী কাপড় শোভা পাচ্ছিল। তারপর তিনি লোকদের সালাতের ইমামতি করেন।
আব্দ ইবন হুমায়দ (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবন ফযল (রাহঃ) বলেছেন: ইয়াহইয়া ইবন মুঈন (রাহঃ) আমার কাছে বসামাত্রই এ হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। আমি বললাম আমাকে হাদীস শোনান হাম্মাদ ইবন সালমা এ পর্যন্ত রিওয়ায়াত করার এক পর্যায়ে তিনি বললেনঃ আপনার লেখা থেকে বললে কতই না চমৎকার হতো। সে মতে আমি পাণ্ডুলিপি নিয়ে আসার জন্য দাঁড়ালাম। তিনি আমার জামার আঁচল ধরে যেতে বাধা দিলেন এবং বললেন : আপনার হিফয্ থেকে আমার কাছে রিওয়ায়াত করুন। কারণ আমি আশংকা প্রকাশ করছি যে, হয়তো বা আমি আপনার সাক্ষাত আর নাও পেতে পারি। তিনি (রাবী) বলেন, আমি তাঁকে মুখস্ত হাদীসখানা শোনালাম। তারপর আমার পাণ্ডুলিপি এনে তাকে পড়ে শোনালাম।
আব্দ ইবন হুমায়দ (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবন ফযল (রাহঃ) বলেছেন: ইয়াহইয়া ইবন মুঈন (রাহঃ) আমার কাছে বসামাত্রই এ হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। আমি বললাম আমাকে হাদীস শোনান হাম্মাদ ইবন সালমা এ পর্যন্ত রিওয়ায়াত করার এক পর্যায়ে তিনি বললেনঃ আপনার লেখা থেকে বললে কতই না চমৎকার হতো। সে মতে আমি পাণ্ডুলিপি নিয়ে আসার জন্য দাঁড়ালাম। তিনি আমার জামার আঁচল ধরে যেতে বাধা দিলেন এবং বললেন : আপনার হিফয্ থেকে আমার কাছে রিওয়ায়াত করুন। কারণ আমি আশংকা প্রকাশ করছি যে, হয়তো বা আমি আপনার সাক্ষাত আর নাও পেতে পারি। তিনি (রাবী) বলেন, আমি তাঁকে মুখস্ত হাদীসখানা শোনালাম। তারপর আমার পাণ্ডুলিপি এনে তাকে পড়ে শোনালাম।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَهُوَ يَتَّكِئُ عَلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ عَلَيْهِ ثَوْبٌ قِطْرِيٌّ قَدْ تَوَشَّحَ بِهِ ، فَصَلَّى بِهِمْ.
وَقَالَ عَبْدُ بْنُ حُمَيْدٍ : قَالَ مُحَمَّدُ بْنُ الْفَضْلِ : سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ عَنْ هَذَا الْحَدِيثِ أَوَّلَ مَا جَلَسَ إِلَيَّ ، فَقُلْتُ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، فَقَالَ : لَوْ كَانَ مِنْ كِتَابِكَ ، فَقُمْتُ لِأُخْرِجَ كِتَابِي فَقَبَضَ عَلَى ثَوْبِي ثُمَّ قَالَ : أَمْلِهِ عَلَيَّ ؛ فَإِنِّي أَخَافُ أَنْ لاَ أَلْقَاكَ ، قَالَ : فَأَمْلَيْتُهُ عَلَيْهِ ، ثُمَّ أَخْرَجْتُ كِتَابِي فَقَرَأْتُ عَلَيْهِ.
وَقَالَ عَبْدُ بْنُ حُمَيْدٍ : قَالَ مُحَمَّدُ بْنُ الْفَضْلِ : سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ عَنْ هَذَا الْحَدِيثِ أَوَّلَ مَا جَلَسَ إِلَيَّ ، فَقُلْتُ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، فَقَالَ : لَوْ كَانَ مِنْ كِتَابِكَ ، فَقُمْتُ لِأُخْرِجَ كِتَابِي فَقَبَضَ عَلَى ثَوْبِي ثُمَّ قَالَ : أَمْلِهِ عَلَيَّ ؛ فَإِنِّي أَخَافُ أَنْ لاَ أَلْقَاكَ ، قَالَ : فَأَمْلَيْتُهُ عَلَيْهِ ، ثُمَّ أَخْرَجْتُ كِتَابِي فَقَرَأْتُ عَلَيْهِ.

তাহকীক:
হাদীস নং: ৬০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬০।সুওয়ায়দ ইবন নসর (রাহঃ).... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন নতুন কাপড় পরিধান করতেন তখন কাপড়ের নাম পাগড়ি অথবা কামীস অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন। তারপর তিনি এ দুআ পড়তেনঃ
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.
হে আল্লাহ্! তোমারই জন্য যাবতীয় প্রশংসা। যেহেতু তুমিই আমাকে তা পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি, আরও কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটি তৈরী করা হয়েছে তার। আর আমি তোমার শরণাপন্ন হচ্ছি এর যাবতীয় অনিষ্ট হতে এবং যে উদ্দেশ্যে তৈরী করা হয়েছে তার অনিষ্ট হতে।
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.
হে আল্লাহ্! তোমারই জন্য যাবতীয় প্রশংসা। যেহেতু তুমিই আমাকে তা পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি, আরও কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটি তৈরী করা হয়েছে তার। আর আমি তোমার শরণাপন্ন হচ্ছি এর যাবতীয় অনিষ্ট হতে এবং যে উদ্দেশ্যে তৈরী করা হয়েছে তার অনিষ্ট হতে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، عَنْ سَعِيدِ بْنِ إِيَاسٍ الْجُرَيْرِيِّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ، ثُمَّ يَقُولُ : اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৬১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬১।হিশাম ইবন যুনুস কূফী (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ)-এর সূত্রে নদী থেকে অনুরূপ বর্ণিত।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ قَالَ : حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ ، عَنِ الْجُرَيْرِيِّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৬২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট সর্বাধিক প্রিয় কাপড় হচ্ছে (ইয়ামেনে তৈরী বুটিদার চাদর) হিবারা।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهُ الْحِبَرَةُ.

তাহকীক:
হাদীস নং: ৬৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৩।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আওন ইবন আবু জুহায়ফা (রাযিঃ) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেনঃ নবী (ﷺ)কে আমি লাল হুল্লা (নক্সী চাদর) পরা অবস্থায় দেখেছি। আরাও যেন আমি তাঁর উভয় গোড়ালীর ঔজ্জ্বল্য প্রত্যক্ষ করছি। সুফয়ান (রাহঃ) বলেন, আমার মনে হয় ’হুল্লা’ নয় বরং "হিবারা" বুঝানো হয়েছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ، عَنْ أَبِيهِ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَرِيقِ سَاقَيْهِ.
قَالَ سُفْيَانُ : أُرَاهَا حِبَرَةً.
قَالَ سُفْيَانُ : أُرَاهَا حِبَرَةً.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৬৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৪।আলী ইবন খাশরাম (রাহঃ)... বারা’ ইবন ’আযিব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ‘লাল হুল্লা’ (নক্সী চাদর) পরিহিত কাউকে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর চেয়ে অধিক সুদর্শন দেখিনি। আর তাঁর কেশ মুবারক (জুম্মা) উভয় কাঁধ পর্যন্ত প্রলম্বিত শোভা পাচ্ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنْ إِسْرَائِيلَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ : مَا رَأَيْتُ أَحَدًا مِنَ النَّاسِ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِنْ كَانَتْ جُمَّتُهُ لَتَضْرِبُ قَرِيبًا مِنْ مَنْكِبَيْهِ.
হাদীস নং: ৬৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৫।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... রিমছা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে দু’টি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي رِمْثَةَ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ.
হাদীস নং: ৬৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৬। আব্দ ইবন হুমায়দ (রাযিঃ)... কায়লা বিনত মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর পরিধানে দু’টি জাফরানী তহবন্দ দেখেছি। কিন্তু তাতে জাফরানী রংের লেশমাত্র ছিল না (অর্থাৎ পুরাতন হওয়ায় রং উঠে গিয়েছিল)। এ হাদীসখানা একটি দীর্ঘ ঘটনার সাথে সম্পৃক্ত।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ : حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَسَّانَ الْعَنْبَرِيُّ ، عَنْ جَدَّتَيْهِ ، دُحَيْبَةَ وَعُلَيْبَةَ ، عَنْ قَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ قَالَتْ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ أَسْمَالُ مُلَيَّتَيْنِ كَانَتَا بِزَعْفَرَانٍ وَقَدْ نَفَضَتْهُ.
وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.
وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৬৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৭।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা সাদা রংের কাপড় পরিধান করবে। তোমাদের জীবিতগণ যেন সাদা কাপড় পরিধান করে আর মৃতদের তোমরা সাদা কাপড় দিয়ে কাফন দেবে। কেননা সাদা কাপড় সর্বোৎকৃষ্ট পোশাক।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : عَلَيْكُمْ بِالْبَيَاضِ مِنَ الثِّيَابِ لِيَلْبِسْهَا أَحْيَاؤُكُمْ ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ.
হাদীস নং: ৬৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৮।মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ)... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সাদা কাপড় পরিধান কর। কেননা তা সর্বাধিক পবিত্র ও রুচিসম্মত। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দেবে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْبَسُوا الْبَيَاضَ ؛ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ.
হাদীস নং: ৬৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৯।আহমদ ইবনে মানী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যুষে বাইরে বের হন। তখন তাঁর দেহে কালো পশমের একটি পশমী চাদর শোভা পাচ্ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ ، عَنْ عَائِشَةَ قَالَتْ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ وَعَلَيْهِ مِرْطٌ مِنْ شَعَرٍ أَسْودَ.
হাদীস নং: ৭০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৭০।ইয়ূসুফ ইবন ঈসা (রাহঃ)... উরওয়া ইবন মুগীরা ইবন শু’বা তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেনঃ একবার নবী (ﷺ) আটসাঁট আস্তিন বিশিষ্ট একটি রুমী জুব্বা পরিধান করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِيهِ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ.
