আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
৯- রাসূলুল্লাহ (ﷺ) -এর প্রাত্যহিক জীবনযাত্রা
৭১। কুতায়বা ইবনে সাইদ (রাহঃ)... মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন আবু হুরায়রা (রাযিঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন তাঁর দেহে শোভা পাচ্ছিল দু’টি কাতান কাপড় (অর্থাৎ একখানি কাতান চাদর ও একটি তহবন্দ)। আবু হুরায়রা (রাযিঃ) তার একখানি দ্বারা নাক পরিষ্কার করছিলেন। তখন তিনি বলে উঠলেনঃ বাঃ বাঃ! আবু হুরায়রা (রাযিঃ) কাতান কাপড় দ্বারা নাক পরিষ্কার করছে। অথচ এক সময় এমন ছিল যখন আমি নিজে রাসূলুল্লাহ (ﷺ) -এর মিম্বর এবং আয়িশা (রাযিঃ)-এর হুজরার পার্শ্বে জঠর জ্বালায় কাতর হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতাম। আগন্তুক মাত্র আমাকে মৃগী রোগী মনে করে গর্দানে পা দ্বারা আঘাত করত। প্রকৃতপক্ষে আমার মধ্যে উন্মাদনার লেশমাত্র ছিল না, বরং তীব্র জঠর জ্বালার ফলেই আমার এ অবস্থা হতো।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي عَيْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ : كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ ، وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ مِنْ كَتَّانٍ فَتَمَخَّطَ فِي أَحَدِهِمَا ، فَقَالَ : بَخٍ بَخٍ يَتَمَخَّطُ أَبُو هُرَيْرَةَ فِي الْكَتَّانِ ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَيَّ فَيَجِيءُ الْجَائِي فَيَضَعُ رِجْلَهُ عَلَى عُنُقِي يَرَى أَنَّ بِي جُنُونًا ، وَمَا بِي جُنُونٌ ، وَمَا هُوَ إِلَّا الْجُوعُ.