আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর প্রাত্যহিক জীবনযাত্রা
৭২।কুতায়বা (রাহঃ)... মালিক ইবন দীনার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) কখনো "যাফাফ’ ব্যতীত তৃপ্তি সহকারে রুটি এবং গোশত ভক্ষণ করেননি। মালিক ইবন দীনার (রাযিঃ) বলেন: আমি এক বেদুঈনের নিকট ‘যাফাফ’ অর্থ জিজ্ঞাসা করি। সে বলল, মানুষের সাথে একত্রে পানাহার করা।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ ، عَنْ مَالِكِ بْنِ دِينَارٍ قَالَ : مَا شَبِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزٍ قَطُّ وَلاَ لَحْمٍ ، إِلَّا عَلَى ضَفَفٍ.
قَالَ مَالِكٌ : سَأَلْتُ رَجُلاً مِنْ أَهْلِ الْبَادِيَةِ : مَا الضَّفَفُ ؟ قَالَ : أَنْ يَتَنَاوَلَ مَعَ النَّاسِ.