আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর ইযারের (লুঙ্গি) বিবরণ
১২০।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আশ’আছ ইবন সুলায়ম (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন: আমি আমার ফুফু হতে হাদীস শুনেছি। তিনি (আশ’আছ-এর ফুফু (রুহম) তাঁর চাচা (উবায়দ ইবন খালিদ) হতে বর্ণনা করেন। তিনি (উবায়দ ইবন খালিদ) বলেন, আমি একবার মদীনা (মুনাওয়ারা) যাচ্ছিলাম। পথিমধ্যে একজন লোক পিছন থেকে আমাকে চিৎকার করে বলে উঠলেন, তোমরা কাপড় উপরে উঠাও, কেননা তা অধিকতর (ধূলামাটি হতে) হিফাযতকারী ও স্থায়িত্বদানকারী। আমি পেছনে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ্ ﷺ । আমি আরয করলাম, ইয়া রাসুলাল্লাহ্। এতো সাদা ডোরা কালো কাপড় (এতে আবার অহংকার করার কি আছে?) তিনি বললেনঃ আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? তখন আমি লক্ষ্য করলাম তাঁর লুঙ্গী উভয় নলার মধ্যভাগ পর্যন্ত শোভা পাচ্ছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، عَنْ شُعْبَةَ ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ قَالَ : سَمِعْتُ عَمَّتِي ، تُحَدِّثُ عَنْ عَمِّهَا قَالَ : بَيْنَا أَنَا أَمشِي بِالْمَدِينَةِ ، إِذَا إِنْسَانٌ خَلْفِي يَقُولُ : ارْفَعْ إِزَارَكَ ، فَإِنَّهُ أَتْقَى وَأَبْقَى فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا هِيَ بُرْدَةٌ مَلْحَاءُ قَالَ : أَمَا لَكَ فِيَّ أُسْوَةٌ ؟ فَنَظَرْتُ فَإِذَا إِزَارُهُ إِلَى نِصْفِ سَاقَيْهِ.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর ইযারের (লুঙ্গি) বিবরণ
১২১।সুওয়ায়দ ইবন নসর (রাহঃ)... আয়াস ইবন সালামা ইবনুল আকওয়া (রাযিঃ) হতে বর্ণিত। তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, উসমান (রাযিঃ) তাঁর উভয় পায়ের নলার মধ্যভাগ পর্যন্ত ঝুলিয়ে লুঙ্গী পরিধান করতেন। তিনি আরও বলেন আমার বন্ধু অর্থাৎ নবীﷺ-এর লুঙ্গী পরিধানের ধরন এরূপই ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ ، عَنِ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ ، يَأْتَزِرُ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ ، وَقَالَ : هَكَذَا كَانَتْ إِزْرَةُ صَاحِبِي ، يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
হাদীস নং: ১২২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর ইযারের (লুঙ্গি) বিবরণ
১২২।কুতায়বা (রাহঃ)... হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ আমার পায়ের নলা (গোছা) অথবা তাঁর কদম মুবারকের নলার (রাবীর সন্দেহ) গোশত ধরে বললেন, এ-ই লুঙ্গী পরিধানের নিম্নতম স্থান। তুমি যদি এতে তৃপ্তিবোধ না কর তাহলে সামান্য নীচে নামাতে পার। এতেও যদি তুমি তৃত্তিবোধ না কর, তাহলে জেনে রেখ, সুঙ্গী টাখনুর নীচে পরিধান করার তোমার অধিকার নেই।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ مُسْلِمِ بْنِ نَذِيرٍ ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ : أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَضَلَةِ سَاقِي أَوْ سَاقِهِ فَقَالَ : هَذَا مَوْضِعُ الإِزَارِ ، فَإِنْ أَبَيْتَ فَأَسْفَلَ ، فَإِنْ أَبَيْتَ فَلاَ حَقَّ لِلإِزَارِ فِي الْكَعْبَيْنِ.