আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
১৯- রাসূলুল্লাহ্ -এর হ্যাঁটা চলার বিবরণ
১২৩।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ অপেক্ষা অধিকতর সুদর্শন কাউকে দেখিনি। মনে হচ্ছে তাঁর চেহারায় যেন সূর্যরশ্মির আভা বিকিরণ করছে। আর পথ চলার ব্যাপারে আমি রাসূলুল্লাহ অপেক্ষা অধিকতর দ্রুতগামী কাউকে দেখিনি। মনে হতো পথ-পরিক্রমা তাঁর জন্য যেন সংকুচিত হয়ে আসছে। তাঁর সাথে পথ চলতে গিয়ে আমাদের যথেষ্ট কষ্টের শিকার হতে হতো। পক্ষান্তরে তিনি অনায়াসে পথ চলতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي مِشْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ أَبِي يُونُسَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : وَلاَ رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ ، وَمَا رَأَيْتُ أَحَدًا أَسْرَعَ فِي مِشْيَتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا الأَرْضُ تُطْوَى لَهُ إِنَّا لَنُجْهِدُ أَنْفُسَنَا وَإِنَّهُ لَغَيْرُ مُكْتَرِثٍ.

তাহকীক:
