আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়া
১৩১।হুমায়দ ইবন মাস’আদা (রাহঃ)... ’আব্দুর রহমান ইবন আবু বকর (রাযিঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ বলেছেনঃ আমি কি তোমাদেরকে কবীরা গুনাহ বলব না? তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, জি, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ্! তিনি বললেনঃ আল্লাহর সাথে শরীক স্থাপন করা, পিতামাতার অবাধ্য হওয়া। তিনি (রাবী) বলেন, হাদীস বর্ণনার সময় তিনি বালিশে হলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, আর মিথ্যা সাক্ষ্য প্রদানকরা অথবা মিথ্যা বলা। তিনি (রাবী) বলেন, রাসূলুল্লাহ্ ﷺ তা বারংবার বলতে থাকেন। এমনকি আমরা মনে মনে বলতে লাগলাম, ’আহ, তিনি যদি চুপ করতেন!
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ : حَدَّثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَلاَ أُحَدِّثُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ؟ قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ : الإِشْرَاكُ بِاللَّهِ ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ . قَالَ : وَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مُتَّكِئًا قَالَ : وَشَهَادَةُ الزُّورِ ، أَوْ قَوْلُ الزُّورِ قَالَ : فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهَا حَتَّى قُلْنَا : لَيْتَهُ سَكَتَ.
হাদীস নং: ১৩২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়া
১৩২।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি ঠেস দেওয়া অবস্থায় আহার করি না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَمَّا أَنَا فَلاَ آكُلُ مُتَّكِئًا.