আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়ার বিবরণ
১৩৩।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ’আলী ইবন আকমার (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবু জুহায়ফা (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন আমি হেলান দিয়ে আহার করি না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ قَالَ : سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ آكُلُ مُتَّكِئًا.
হাদীস নং: ১৩৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়ার বিবরণ
১৩৪।ইউসূফ ইবন ঈসা (রাহঃ),..., জাবির ইবন সামুরা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী ﷺ-কে বালিশের উপর ঠেসরত অবস্থায় দেখেছি।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, ইসরাঈলের শাগরিদ ওয়াকী’ তাঁর ’বামে’ কথাটি উল্লেখ করেননি। এভাবে ইসরাঈলের একাধিক শাগরিদ ওয়াকী (রাহঃ)-এর ন্যায় তাঁর বামে’ কথাটি ব্যতীতই রিওয়ায়াত করেছেন। ইসরাঈলের শাগরিদদের মধ্যে একমাত্র ইসহাক ইবন মনসুর (রাহঃ) তাঁর বামে কথাটি বলেন। তিনি ব্যতীত কেউ এই হাদীসে ‘তাঁর বামে’ কথাটি রিওয়ায়াত করেছেন বলে আমি জানি না।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, ইসরাঈলের শাগরিদ ওয়াকী’ তাঁর ’বামে’ কথাটি উল্লেখ করেননি। এভাবে ইসরাঈলের একাধিক শাগরিদ ওয়াকী (রাহঃ)-এর ন্যায় তাঁর বামে’ কথাটি ব্যতীতই রিওয়ায়াত করেছেন। ইসরাঈলের শাগরিদদের মধ্যে একমাত্র ইসহাক ইবন মনসুর (রাহঃ) তাঁর বামে কথাটি বলেন। তিনি ব্যতীত কেউ এই হাদীসে ‘তাঁর বামে’ কথাটি রিওয়ায়াত করেছেন বলে আমি জানি না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ.
قَالَ أَبُو عِيسَى : لَمْ يَذْكُرْ وَكِيعٌ عَلَى يَسَارِهِ ، وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ إِسْرَائِيلَ نَحْوَ رِوَايَةِ وَكِيعٍ ، وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى فِيهِ عَلَى يَسَارِهِ إِلَّا مَا رَوَاهُ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، عَنِ إِسْرَائِيلَ.
قَالَ أَبُو عِيسَى : لَمْ يَذْكُرْ وَكِيعٌ عَلَى يَسَارِهِ ، وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ إِسْرَائِيلَ نَحْوَ رِوَايَةِ وَكِيعٍ ، وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى فِيهِ عَلَى يَسَارِهِ إِلَّا مَا رَوَاهُ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، عَنِ إِسْرَائِيلَ.

তাহকীক:

