আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৬৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
৫২- রাসূলুল্লাহ -এর জীবিকার বিবরণ
৩৬৯। কুতায়বা ইবন সা'ঈদ (রাহঃ)..... সাম্মাক ইবন হারব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি নু'মান ইবন বাশীরকে বলতে শুনেছি যে, তোমরা কি তোমাদের ইচ্ছামাফিক পানাহারে তৃপ্ত নও? অথচ আমি নবী করীম (ﷺ) -কে দেখেছি যে, পেটভরে খাওয়ার মত খারাপ খেজুরও তাঁর ঘরে থাকত না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ : مَا جَاءَ فِي عَيْشِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئِتُمْ ؟ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بَطْنَهُ.