শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
১৪. উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৮৮২
উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায়
আল-উমরা প্রসঙ্গ
৫৮৮২। ইউনুস …. হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) ইরশাদ করেন : যে ব্যক্তিকে কোন বস্তু দান করা হয়েছে, তাকে এরং তার সন্তানদেরকে, সে বস্তুর মালিক সে-ই হবে যাকে তা দান করা হয়েছে। কারণ সে (দানকারী) তাকে এমনভাবেই দান করেছে যে, তার মধ্যে দানকৃত ব্যক্তির মীরাস প্রতিষ্ঠিত হয়েছে।
كتاب الهبة والصدقة
5882 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا رَجُلٍ أَعْمَرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَإِنَّهَا لِلَّذِي يُعْطَاهَا لِأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ»
তাহকীক:
হাদীস নং: ৫৮৮৩
আন্তর্জাতিক নং: ৫৮৮৪
উপহার ও সাদ্কা প্রদান সংক্রান্ত অধ্যায়
আল-উমরা প্রসঙ্গ
৫৮৮৩-৮৪। ইব্ন মারযূক ও রাবী আল-মুয়াযযিন ….. আবু সালামা হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্(ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ব্যক্তিকে কোন বস্তু দান করল, তাকে এবং তার মৃত্যুর পর তার সন্তানদেরকে, তবে তার বক্তব্যই উক্ত বস্তুর মধ্যে তার অধিকার ছিন্ন করেছে। আর তার বক্তব্য হলাে, وهي لمن أعمرها ولعقبه অর্থাৎ “এই দান তার জন্য যাকে সে (দানকারী) দান করেছে এবং তারপর তার পরবর্তী সন্তানদের জন্য।”
كتاب الهبة والصدقة
5883 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: ثنا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ ح
5884 - وَحَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، [ص:94] قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَعْمَرَ رَجُلًا عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَدْ قَطَعَ قَوْلُهُ حَقَّهُ فِيهَا وَهِيَ لِمَنْ أَعْمَرَهَا وَلِعَقِبِهِ»
5884 - وَحَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، [ص:94] قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَعْمَرَ رَجُلًا عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَدْ قَطَعَ قَوْلُهُ حَقَّهُ فِيهَا وَهِيَ لِمَنْ أَعْمَرَهَا وَلِعَقِبِهِ»
তাহকীক: