আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৭- নামাযে কসরের অধ্যায়
হাদীস নং: ১০২১
আন্তর্জাতিক নং: ১০৮২
- নামাযে কসরের অধ্যায়
৬৯৬. মিনায় নামায।
১০২১। মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ), আবু বকর এবং উমর (রাযিঃ) এর সঙ্গে মিনায় দু’রাকআত নামায আদায় করেছি। উসমান (রাযিঃ) এর সঙ্গেও তাঁর খিলাফতের প্রথম দিকে দু’রাকআত আদায় করেছি। তারপর তিনি পূর্ণ নামায আদায় করতে লাগলেন।
أبواب تقصير الصلوة
باب الصَّلاَةِ بِمِنًى
1082 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنِي [ص:43] نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا»