আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং: ১০২২
আন্তর্জাতিক নং: ১০৮৩
- নামাযে কসরের অধ্যায়
৬৯৬. মিনায় নামায।
১০২২। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দু’রাকআত নামায আদায় করেন।
أبواب تقصير الصلوة
باب الصَّلاَةِ بِمِنًى
1083 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ: «صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آمَنَ مَا كَانَ بِمِنًى رَكْعَتَيْنِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ১০২২ | মুসলিম বাংলা