আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৬৪
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৬৪. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি হালাল বস্তু আহার করে, সুন্নতের পাবন্দী করে এবং লোকজন তার প্রদত্ত ক্লেশ থেকে নিরাপদে থাকে, সে জান্নাতী। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার এরূপ উম্মত তো আজ অসংখ্য বিদ্যমান। তিনি বললেন, এরকম একটি দল আমার পরেও থাকবে।
(‘কিতাবুস-সামত' ও অন্যান্য অধ্যায়ে ইমাম ইব্ন আবিদ-দুনিয়া এবং হাকিম নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাদীসটির সনদ সহীহ বলেছেন।)
(‘কিতাবুস-সামত' ও অন্যান্য অধ্যায়ে ইমাম ইব্ন আবিদ-দুনিয়া এবং হাকিম নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাদীসটির সনদ সহীহ বলেছেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
64 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أكل طيبا وَعمل فِي سنة وَأمن النَّاس بوائقه دخل الْجنَّة قَالُوا يَا رَسُول الله إِن هَذَا فِي أمتك الْيَوْم كثير
قَالَ وسيكون فِي قوم بعدِي
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَغَيره وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ وسيكون فِي قوم بعدِي
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَغَيره وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
বর্ণনাকারী: