আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৮২
 কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮২. হযরত আমর ইব্ন আউফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আমি আমার উম্মতের উপর তিনটি বিষয়ে অধিক ভয় করছি। তা হল আলিমের পদস্খলন, পায়রবীকৃত প্রবৃত্তি ও স্বৈরাচারী শাসক। 
(ইমাম বাযযার ও তাবারানী কাসীর ইব্ন আবদুল্লাহ সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি একজন সন্দিগ্ধ রাবী। ইমাম আবু ঈসা তিরমিযী (র) এ হাদীসটিকে হাসান বলেছেন এবং অন্যত্র সহীহ বলেছেন। ইব্ন খুযায়মা। (র) তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটিকে মুনকার বলেছেন এবং এ অভিমতকে তিনি প্রাধান্য দিয়েছেন)
(ইমাম বাযযার ও তাবারানী কাসীর ইব্ন আবদুল্লাহ সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি একজন সন্দিগ্ধ রাবী। ইমাম আবু ঈসা তিরমিযী (র) এ হাদীসটিকে হাসান বলেছেন এবং অন্যত্র সহীহ বলেছেন। ইব্ন খুযায়মা। (র) তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটিকে মুনকার বলেছেন এবং এ অভিমতকে তিনি প্রাধান্য দিয়েছেন)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
82 - وَعَن عَمْرو بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنِّي أَخَاف على أمتِي من ثَلَاث من زلَّة عَالم وَمن هوى مُتبع وَمن حكم جَائِر
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من طَرِيق كثير بن عبد الله وَهُوَ واه وَقد حسنها التِّرْمِذِيّ فِي مَوَاضِع وصححها فِي مَوضِع فَأنْكر عَلَيْهِ وَاحْتج بهَا ابْن خُزَيْمَة فِي صَحِيحه
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ من طَرِيق كثير بن عبد الله وَهُوَ واه وَقد حسنها التِّرْمِذِيّ فِي مَوَاضِع وصححها فِي مَوضِع فَأنْكر عَلَيْهِ وَاحْتج بهَا ابْن خُزَيْمَة فِي صَحِيحه